যশোরের কেশবপুরে আরবী শিক্ষায় মনোযোগী করতে অনুসন্ধান প্রতিদিন পত্রিকার উদ্যোগে মক্তব পড়-য়া শিক্ষার্থীদের মাঝে (শীত বস্ত্র) কম্বল বিতরণ করা হয়েছে।
অনুসন্ধান প্রতিদিন পত্রিকার সমপাদক মোঃ আব্দুস সামাদের অর্থায়নে উপজেলার ২নং সাগরদাঁড়ী ইউনিয়নের ৫নং ওয়ার্ডের কাস্তা আল আরাফাহ মাদ্রাসার মক্তবে সকালে পড়তে আসা ছাত্র-ছাত্রীদের মাঝে বৃহসপতিবার (২ জানুয়ারি) ১৮ পিচ কম্বল (শীতবস্ত্র কম্বল) বিতরণ করা হয়।
অনুসন্ধান প্রতিদিন পত্রিকার সমপাদক মোঃ আব্দুস সামাদ এর সভাপতিত্বে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে ওই কম্বল শিক্ষার্থীদের হাতে তুলে দেন মাদ্রাসার জমিদাতা মাওলানা আব্দুস সাত্তার।
এ সময় উপসি’ত ছিলেন মাদ্রাসার পরিচালক হাজী আব্দুল মান্নান, মাদ্রাসা শিক্ষক ক্বারী ইব্রাহিম হোসেন, সাংবাদিক এনামুল হাসান, এম এম আব্দুর রহমান, এম আব্দুল করিম, আলমগীর হোসেন প্রমুখ।
অনুসন্ধান প্রতিদিন পত্রিকার সমপাদক মোঃ আব্দুস সামাদ মুঠোফোনে বলেন, মক্তবে আগ্রহী করতে এবং কোমলমতি শিশুদের মক্তবে আসা-যাওয়া করতে শীতে যাতে কষ্ট না পায় সে জন্য মানবতার সেবায় এই কম্বল বিতরণ করা হয়।