ঢাকা ভোর ৫:২৯ রবিবার, ১২ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

সিরাজগঞ্জে স্বর্গীয় রণজিৎ সাহা শান্ত’র ৮ম মৃত্যুবার্ষিকী পালন

মো:ছাম্মি আহামেদ আজমীরঃ
জানুয়ারি ৩, ২০২৫ ৫:২১ অপরাহ্ণ
Link Copied!

সিরাজগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সহ-সভাপতি, শতাব্দীর দুইশত প্রাচীনতম কালীবাড়ী গোবিন্দ বাড়ী ও ধর্মসভা মন্দির কমিটির সাবেক সহ-সভাপতি এবং বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিরাজগঞ্জ জেলা ইউনিট এর সাবেক পরিচালক স্বর্গীয় রণজিৎ সাহা শান্ত’র ৮ম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।

বৃহস্পতিবার (২ জানুয়ারী) দুপুরের কালীবাড়ী গোবিন্দ বাড়ী ও ধর্মসভা মন্দিরের স্বর্গীয় রনজিৎ সাহা শান্ত’র পরিবারের পক্ষ থেকে এই স্মরণ ও প্রার্থনা সভা আয়োজন করা হয়।

এসময় স্মরণ ও প্রার্থনা সভায় বক্তাগণ বলেন,মহান সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি স্বর্গীয় রনজিৎ সাহা শান্ত দাদাকে সর্গবাসী করেন। তিনি সব সময় সময় মানব কল্যাণের জন্য কাজ করে গেছেন।একজন সনাতন ধর্মের মানুষ হয়ে তিনি সকল ধর্মের মানুষ কে খুব সম্মান করতেন। বিশেষ করে তিনি মন্দির, মসজিদ,মাদ্রাসা,শ্মশান,কবরস্থান, অসহায় গরীব ছেলে মেয়েদের কে লেখাপড়া আর্থিক খরচ,দুর্গাপূজার সময় বস্ত্র বিতরণ,ঈদের সময় উন্নত খাবার সামগ্রী বিতরণ সহ বিভিন্ন সময়ে অসহায়দের পাশে দাঁড়ানো ছিলো তার ভালো কাজের নেশা। তিনি কালীবাড়ী গোবিন্দ বাড়ী ও ধর্মসভা মন্দিরের সকল উন্নয়ন এবং ভালোকাজ গুলো করতে স্বপ্ন দেখতেন এবং আমাদের কে দেখাতেন। প্রতিবছরের আমাদের মহানামযজ্ঞ অনুষ্ঠান কে সফল করতে তার ভুমিকা ছিলো অতুলনীয়। কালীবাড়ী গোবিন্দ বাড়ী ও ধর্মসভা মন্দিরে উন্নয়নের জন্য সব সময় অগ্রণী ভূমিকা রাখছেন স্বর্গীয় রনজিৎ সাহা শান্ত দাদার পরিবার এবং তার সুযোগ্য সন্তানেরা।

উল্লেখ্য,স্মরণ ও প্রার্থনা সভা করেন কালীবাড়ী গোবিন্দ বাড়ী ও ধর্মসভা মন্দিরের সম্মানিত পুরোহিত সুভল ঠাকুর।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।