ঢাকা সকাল ১০:৫১ রবিবার, ১২ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

সিরাজগঞ্জে ড.মহানামব্রত ব্রহ্মচারী ১২১ তম জন্মজয়ন্তী দিবস পালিত

সিরাজগঞ্জ প্রতিনিধি
ডিসেম্বর ২৫, ২০২৪ ৮:২২ অপরাহ্ণ
Link Copied!

সিরাজগঞ্জ জেলা শাখার আয়োজনে ড.মহানামব্রত ব্রহ্মচারী মহারাজের ১২১ তম জম্ম জয়ন্তী দিবস উপলক্ষে যথাযথ মর্যাদা ও ভক্তি সহকারে পালন করা হয়েছে।

বুধবার (২৫ ডিসেম্বর) সকাল ১১ টায় কালীবাড়ী গোবিন্দ বাড়ী ও ধর্মসভা মন্দির প্রাঙ্গনে ড.মহানামব্রত ব্রহ্মচারী সেবক সংঘ অনুসারীর আয়োজনে ১২১ তম জন্মজয়ন্তী উৎসব উপলক্ষে আরতি,গীতা,ভগবত পাঠ কীর্তন জীবনীর উপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন,কালীবাড়ী গোবিন্দ বাড়ী ও ধর্মসভা মন্দির কমিটির সভাপতি বাবু জীবন বিশ্বাস,সাধারণ সম্পাদক এ্যাড: রনজিৎ কুমার মন্ডল,সহ-সভাপতি বীরের বিশ্বাস,সহ-সভাপতি ডা:উৎপল দাস,সহ- সাধারণ সম্পাদক সুকুমার চন্দ্র সরকার, কালীবাড়ী গোবিন্দ বাড়ী ও ধর্মসভা মন্দির কমিটি সাংগঠনিক সম্পাদক ও ড.মহানামব্রত ব্রহ্মচারী মহারাজের অনুসারী নীরদ রঞ্জন সরকার, সিরাজগঞ্জ জেলা শাখার অনুসারী সুবল চন্দ্র পদ্মার,তুলশী সাহা,মিনাল কান্তি দেব,মলয় গুহ,অরুন কর্মকার,আশীষ কুমার ঘোষ,শিবপদ সূত্রধর,দীপক কুমার সাহা,চন্দন সাহা সহ অন্যান্য অনুসারী বৃন্দ।

এসময় কালীবাড়ী গোবিন্দ বাড়ী ও ধর্মসভা মন্দিরের সাধারণ সম্পাদক এ্যাড:রনজিৎ কুমার মন্ডল বলেন,ড.মহানামব্রত ব্রহ্মচারী সেবক সংঘ সিরাজগঞ্জ জেলা শাখার আয়োজনে ২০১৬ সাল থেকে প্রতি বছরের ন্যায় ২৫ ডিসেম্বর বিশ্ব বরেণ্য দার্শনিক ও পারর্মাথিক গুরু জন্মজয়ন্তী দিবস উপলক্ষে যথাযথ মর্যাদা ও ভক্তি সরকারে পালন করা হয় শতাব্দীর প্রাচীন কালীবাড়ী গোবিন্দ বাড়ী ও ধর্মসভা মন্দির প্রাঙ্গণে।

উল্লেখ্য,ড.মহানামব্রত ব্রাহ্মচারীর ১২১ তম জম্মজয়ন্তী দিবস উপলক্ষে কীর্তন শেষে ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়। উক্ত অনুষ্ঠানে গীতা পাঠ করেন,সুনীতি কুমার মন্ডল এবং পূজা অর্চনা ও প্রার্থনা করেন অনুসারী শিবপদ সূত্রধর মহাশয়।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।