যশোরের কেশবপুরে উপজেলা শিক্ষক সমিতির নতুন নের্তৃত্ব নির্ধারণে নির্বাচনের তফসিল ঘোষনার প্রতিবাদে প্রতিবাদে শত শত শিক্ষক-শিক্ষিকা মানববন্ধন করেছেন।
মানব বন্ধনে বক্তারা বলেন ফ্যাসিবাদী আওয়ামী দোসরদের আবার কমিটিতে আনতে কেশবপুর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির বৈষম্যমূলক নির্বাচনের তফশীল ঘোষনা করা হয়েছে। স্থানীয় শিক্ষকদের সাথে কোন রকম আলাপ আলোচনা ছাড়াই যশোর জেলা প্রাথমিক শিক্ষক সমিতি গত ২১ ডিসেম্বর (২০২৪) ওই নির্বাচনী তফশীল ঘোষনা করেন। ঘোষিত তফশীল অনুযায়ী ১১/০১/২০২৫ তারিখে নির্বাচনের দিন নির্ধারণ করা হয়েছে। গত ১৫ বছর ধরে ফ্যাসিস্ট আ‘লীগের দোসর নাজমুল হুদা বাবু স্বৈরতান্ত্রিক প্রক্রিয়ায় মাধ্যমে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্বে রয়েছেন।
এরই প্রতিবাদে মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বেলা ১১ টার দিকে স্থানীয় ত্রিমোহিনী মোড় চত্বরে মাবনবন্ধনে বিক্ষুদ্ধ শতশত শিক্ষক-শিক্ষিকা অংশ নেন। ২০০৯ এবং ২০২০ সালে ফ্যাসিবাদী আওয়ামী লীগের পাতানো নির্বাচনের মাধ্যমে তাদের দোসর নাজমুল হুদা বাবুকে সাধারণ সম্পাদক করে অবৈধ ভাবে কমিটি গঠন করে, গত ১৫ বছর ধরে কেশবপুর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি দখলে রেখেছে। এরই ধারাবাহিকতা বজায় রাখতে ফ্যাসিস্ট আ‘লীগের দোসররা শিক্ষক-শিক্ষিকাদের সাথে আলাপ-আলোচনা ছাড়াই, জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মোঃ সাহিদ হাসান ও সাধারন সম্পা;দক একেএম নাজমুল ইসলাম ওই নির্বাচনী তফশীল ঘোষনা করেন। মানববন্ধনে বক্তব্য রাখেন, শেখপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হযরত আলী, বাজিতপুর সরকারি প্রথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শাহিনুর রহমান ও হাসানপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মিজানুর রহমান প্রমূখ।