“আমাদের অধিকার, আমাদের ভবিষ্যৎ ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে যশোরের কেশবপুরে ন্যাশনাল প্রেস সোসাইটি, গণমাধ্যম ও মানবাধিকার সংস্থার আয়োজনে র্যালী, আলোচনা সভা ও শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
ন্যাশনাল প্রেস সোসাইটি, গণমাধ্যম ও মানবাধিকার সংস্থা কেশবপুর উপজেলা শাখার সভাপতি শামীম আখতার মুকুলের সভাপতিত্বে মঙ্গলবার উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেন।
সংগঠনের সাধারণ সমপাদক সুষ্ময় হাওলাদার বিকাশের সঞ্চলনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শরীফ নেওয়াজ, কেশবপুর থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন, ইন্সপেক্টর (তদন্ত) শরীফুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র আলহাজ্ব আব্দুস সামাদ বিশ্বাস, উপজেলা বিএনপির সাধারণ সমপাদক প্রভাষক আব্দুর রাজ্জাক, পৌর বিএনপির সাধারণ সমপাদক শেখ শহীদুল ইসলাম শহীদ, সাংগঠনিক সমপাদক নুরুজ্জামান চৌধুরী, উপজেলা বিএনপির সাংগঠনিক সমপাদক হুমায়ূন কবির সুমন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি সম্রাট হোসেন, রেফাত হোসেন মিরাজ, ন্যাশনাল প্রেস সোসাইটি গণমাধ্যম ও মানবাধিকার সংস্থার নারী ও শিশু বিষয়ক সম্পাদক সাবিনা ইয়াসমিন ঝর্না।
স্বাগত বক্তব্য রাখেন, ন্যাশনাল প্রেস সোসাইটি, গণমাধ্যম ও মানবাধিকার সংস্থার সিনিয়র সহ-সভাপতি মঞ্জরুল হোসেন ডাবলু।
আলোচনা শেষে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত প্রায় দুই শতাধিক প্রতিবন্ধী, অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, পৌর যুবদলের সদস্য সচিব মেহেদী হাসান বিশ্বাস, প্যারামেডিকেল টেকনোলজি ফাউন্ডেশন (পিটিএফ) এর চেয়ারম্যান কে আজাদ ইকতিয়ার, ওয়ার্ড এর নির্বাহী পরিচালক সৈয়দ আকমাল আলী, শেকড়ের সন্ধানে প্রতিষ্ঠাতা পরিচালক মিজানুর রহমান মায়া, মডার্ণ হাসপাতালের স্বত্ত্বাধিকারী রবিউল ইসলাম, উপজেলা ছাত্র দলের আহবায়ক আজিজুর রহমান আজিজ, যুগ্ম-আহবায়ক অহেদুর রহমান অন’, কলেজ ছাত্র দলের সভাপতি রাহাদুল হাসান সুজন, কেশবপুর প্রেসক্লাবের দপ্তর সমপাদক মশিয়ার রহমান, ক্রীড়া সমপাদক মাসুম বিল্লাহ, ন্যাশনাল প্রেস সোসাইটি, গণমাধ্যম ও মানবাধিকার সংস’া কেশবপুর উপজেলা শাখার যুগ্ন-সাধারণ সমপাদক এনামুল হাসান নাঈম, উজ্জ্বল অধিকারী, প্রচার সমপাদক মোস্তাফা কামাল, কোষাধক্ষ্য সঞ্জয় কুমার দাস, ক্রীড়া বিষয়ক সমপাদক জাহিদ হাসান, কুঠির শিল্প বিষয়ক সমপাদক শাহানাজ পারভীন প্রমুখ।