ঢাকা রাত ২:৫৫ সোমবার, ১৩ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় চালকসহ নিহত ৪

বগুড়া অফিস
জুলাই ৯, ২০২৪ ৮:৫০ অপরাহ্ণ
Link Copied!

বগুড়া শহরের বনানী এলাকায় বাসের সাথে কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে চালকসহ চারজন নিহত হয়েছে। আহত হয়েছে আরো ৭ জন।
মঙ্গলবার (৯ জুলাই) ভোররাত ৪ টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন সিরাজগঞ্জের কাজিপুরের জামাল হোসেন, শামীম হোসেন, বরিশালের হিজলা এলাকার হৃদয় এবং অজ্ঞাত এক নারী। নিহতদের লাশ শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যল কলেজ (শজিমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক মিলাদুন্নবী জানান, মঙ্গলবার ভোররাত ৪টার দিকে ঢাকা থেকে নওগাঁগামী শাহ ফতেহ আলী পরিবহনের একটি নৈশকোচের সাথে বিপরীত দিক থেকে আসা কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই কাভার্ডভ্যানের চালক হৃদয় ও অজ্ঞাত এক নারী মারা যান। পরে আহতের উদ্ধার করে শজিমেক হাসপাতালে নেয়ার পথে শামীম এবং চিকিৎসাধীন অবস্থায় জামাল নামে আরো একজনের মৃত্যু হয়। নিহতদের লাশ শজিমেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে এবং আহত নয়জনের মধ্যে একজনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেয়া হয়।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।