অতীতেরর পাপ মোচন ও পূণ্যলাভের আশায় রথ টানে অংশগ্রহণ করেছে সনাতন ধর্মাবলম্বীরা। তিনশ’ বছরের ঐতিহ্যবাহী বাগেরহাট জেলা সদরের লাউপালা গোপাল জিউর মন্দিরে শুরু হওয়া রথ যাত্রায় হাজার হাজার ভক্ত ও দর্শনার্থী অংশগ্রহণ করেন। রবিবার দুপুরে রথটান উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাগেরহাট-২ (কচুয়া-বাগেরহাট সদর) আসনের সংসদ সদস্য শেখ সারহান নাসের তন্ময়।রথটানের পূর্বে বাগেরহাট রথযাত্রা উদযাপন পরিষদের সভাপতি চিত্তরঞ্জন দাসের সভাপতিত্বে অনুষ্ঠিত সংক্ষিপ্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার আসাদুজ্জমান, জেলা যুবলীগের সভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান সরদার নাসির উদ্দীন, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও ষাটগম্বুজ ইউপি চেয়ারম্যান শেখ আকতারুজ্জামান বাচ্চুসহ ধর্মীয় এবং রাজনৈতিক নেতৃবৃন্দ।
বাগেরহাট-২ (কচুয়া-বাগেরহাট সদর) আসনের সংসদ সদস্য শেখ সারহান নাসের তন্ময় বলেন, দেশের দ্বিতীয় বৃহত্তম লাউ পালার এই রথযাত্রা অনুষ্ঠানে ধর্ম বর্ণ নির্বিশেষে সকল শ্রেণির হাজার হাজার মানুষের উপস্থিতি লক্ষ্য করা গেছে। এতেই প্রমাণিত হয় যে বাংলাদেশ অসাম্প্রদায়িক এবং আওয়ামী লীগ এদেশের জনপ্রিয় রাজনৈতিক দল। মেলার উন্নয়ন ও পরিচালনার জন্য সকল ধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করেন শেখ তন্ময় এমপি।