ঢাকা ভোর ৫:৪৫ সোমবার, ১৩ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

সংবাদ সংগ্রহের সময় সাংবাদিক রাশেদ নিজামের ওপর হামলা

নিজস্ব প্রতিবেদক
জুলাই ৮, ২০২৪ ৭:৪৭ অপরাহ্ণ
Link Copied!

অনিয়ম ও দুর্নীতি নিয়ে সংবাদ সংগ্রহের সময় যমুনা টেলিভিশনের বিশেষ প্রতিনিধি রাশেদ নিজাম এবং ক্যামেরাপার্সন নির্মল চন্দ্রের ওপর হামলা হয়েছে। খুলনা জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা এস এম মাহবুবুর রহমান ও তার দুই সহযোগী তাদের ওপর চড়াও হন। সোমবার (৮ জুলাই) দুপুর ১২টার দিকে খুলনার কে ডি ঘোষ রোডে জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তার কার্যালয়ে এ ঘটনা ঘটে। হামলার বিষয়ে খুলনা সদর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। এছাড়া, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজা রশীদের কাছে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। তিনি ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন। হামলার বিষয়ে সাংবাদিক রাশেদ নিজাম ঢাকা পোস্টকে জানান, খুলনার চুকনগরে জেলা পরিষদের একটি মার্কেট নির্মাণে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ পান তিনি। যার একটি বড় অংশের সঙ্গে জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মাহবুবুর রহমানের সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে। বিষয়টি অনুসন্ধানের জন্য ক্যামেরাপার্সনসহ ওই কর্মকর্তার কার্যালয়ে যান তিনি। রাশেদ নিজাম আরও জানান, মাহবুবুর রহমানের বিরুদ্ধে অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে চাইলে তিনি মারমুখী হয়ে ওঠেন। একপর্যায়ে ধাক্কা দিয়ে ওই কক্ষ থেকে বের করে দেওয়া হয়। হত্যার হুমকির পাশাপাশি ক্যামেরার মেমোরি কার্ড কেড়ে নেওয়ারও চেষ্টা করেন তিনি।
সাংবাদিকের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ), ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব) ও ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার (বিজেসি)। দ্রুত অপরাধীদের গ্রেপ্তার করতে দুই সংগঠনের পক্ষ থেকে আহ্বানও জানানো হয়।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।