ঢাকা বিকাল ৩:৩০ সোমবার, ১৩ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বাগেরহাটে ১০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

বাগেরহাট প্রতিনিধি
জুলাই ৬, ২০২৪ ১০:৪১ অপরাহ্ণ
Link Copied!

বাগেরহাটের মোল্লাহাটে ১০ কেজি গাজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।
শনিবার (০৬ জুলাই) দুপুরে মোল্লাহাট টোল প্লাজা এলাকায় ফেনি থেকে খুলনাগামী সৌদিয়া পরিবহনের একটি বাস থেকে এই দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এসময় আটককৃতদের কাছ থেকে ১০ কেজি গাজা জব্দ করা হয়। মামলা দায়ের পূর্বক আটককৃতদের মোল্লাহাট থানায় হস্তান্তর করা হয়েছে।
আটককৃতরা হলেন, খুলনা জেলার হরিণটানা থানার খানজাহান নগর এলাকার মৃত আব্দুল হালিমের ছেলে মোঃ জুয়েল (৪৮) ও মৃত শহীদ বিশ্বাসের ছেলে শামীম বিশ্বাস (২২)।
র‍্যাব-৬ এর মিডিয়া অফিসার তহন চাকমা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে যাত্রীবাহী বাস থেকে ১০ কেজি গাজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের পূর্বক মোল্লাহাট থানায় হস্তান্তর করা হয়েছে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।