ঢাকা বিকাল ৩:৪০ সোমবার, ১৩ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

চাঁদপুরে অবৈধভাবে বালু উত্তোলনের সময় ৪৩ আসামিকে আটক করেছে কোস্ট গার্ড

নিজস্ব প্রতিবেদক
জুলাই ৬, ২০২৪ ১০:০৭ অপরাহ্ণ
Link Copied!

চাঁদপুরে অবৈধভাবে বালু উত্তোলনের সময় ১ টি বাল্কহেড, ১০ টি ড্রেজার, ০২ স্পিড বোট ও নগদ অর্থসহ ৪৩ জন আসামিকে আটক করেছে কোস্ট গার্ড। শনিবার (৬ জুলাই ) বিকালে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ কোস্ট গার্ড ও চাঁদপুর নৌ-পুলিশের সমন্বয়ে শনিবার ১৪৩০ ঘটিকায় চাঁদপুর জেলার উত্তর মতলব থানাধীন মোহনপুর লঞ্চঘাট সংলগ্ন মেঘনা নদীতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে উক্ত এলাকা হতে অবৈধভাবে বালু উত্তোলন কাজে ব্যবহৃত ১ টি বাল্কহেড, ১০ টি ড্রেজার, ২ টি স্পিডবোট ও নগদ অর্থ টাকা ১৫ লাখ ৪১ হাজার ৫শ’ টাকা জব্দসহ ৪৩ জন আসামিকে আটক করা হয়। জব্দকৃত ড্রেজার, বাল্কহেড ও স্পিড বোটের আনুমানিক বাজার মুল্য ৮ কোটি ৩০ লক্ষ টাকা।
তিনি আরও বলেন, জব্দকৃত বাল্কহেড, ড্রেজার ও ০১ টি স্পিড বোটসহ (২০০ সিসি) জব্দকৃত নগদ অর্থ উত্তর মতলব উপজেলা সহকারী কমিশনার (ভূমি)  হিল্লোল চাকমার নিকট হস্তান্তর করা হয়। এছাড়াও জব্দকৃত অপর ১ টি স্পিডবোট উত্তর মতলব উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিল্লোল চাকমার নির্দেশনা মোতাবেক বিসিজি স্টেশন চাঁদপুরের হেফাজতে রাখা হয় এবং আটককৃত ৪৩ আসামিকে উত্তর মতলব নৌ-পুলিশের নিকট হস্তান্তর করা হয়।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।