ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার নাগরভিটা সীমান্তের কাঁটাতারের ওপারে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এর গুলিতে মো. রাজু (২৫) নামে এক বাংলাদেশি গরু ব্যবসায়ী নিহত হওয়ার খবর পাওয়া গেছে। শুক্রবার ( ৫ জুলাই ) মধ্যরাতে ভারতের উত্তর দিনাজপুর গোয়ালপুকুর থানার তিনগাঁও ক্যাম্প এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রাজু বালিয়াডাঙ্গী উপজেলার বড় পলাশবাড়ী ইউনিয়নের গড়িয়ালী ফতেহপুর মালদাইয়াপাড়া গ্রামের মো. হাবিবুর রহমান হবির ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন বড়পলাশবাড়ী ইউনিয়নের ইউপি চেয়ারম্যান মোহাম্মদ শাহাবুদ্দিন মিয়া। স্থানীয়দের বরাত দিয়ে, বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ কবির জানান, শুক্রবার ভোররাতে রাজুসহ ৮-১০ জনের একটি দল অবৈধভাবে নাগরভিটা সীমান্তে ভারতের অভ্যন্তরে ১৫২-তিনগাঁও মেইন পিলারের ৩৭৬/৫ কাছে গরু আনতে যান। এ সময় উত্তর দিনাজপুর জেলার গোয়ালপুকুর থানা সীমান্তের ৩৭৬/৫ এস-পিলারের মাঝামাঝি এলাকায় পৌঁছালে তিনগাঁও ক্যাম্পের বিএসএফ’র সদস্যরা তাদেরকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় অন্যরা পালিয়ে যেতে সক্ষম হলেও রাজু গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান। বিএসএফ রাজুর মরদেহ ভারতের গোয়ালপুকুর থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে। ঠাকুরগাঁও ৫০-বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল মো. তানজীর আহম্মদ বলেন, গুলিবিদ্ধ হয়ে একজন মারা গেছে।
বিষয়টি তিনি শুনেছেন। ঘটনার বিস্তারিত জানতে পতাকা বৈঠকের জন্য বিএসএফ’র কাছে প্রতিবাদ জানিয়ে পত্র প্রেরণ করা হয়েছে।