ঢাকা সকাল ৮:২৬ রবিবার, ১২ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

প্রথম কোয়ার্টার ফাইনালে জার্মানিকে হারিয়ে শেষ চারের টিকিট কাটে স্পেন

স্পোর্টস ডেস্ক
জুলাই ৬, ২০২৪ ৮:৫৩ অপরাহ্ণ
Link Copied!

স্পেন-জার্মানির লড়াই শেষে জোর আলোচনায় অতিরিক্ত সময়ের এক ঘটনা। ইউরোর কোয়ার্টার-ফাইনালে গুরুত্বপূর্ণ মুহূর্তে জার্মানির পেনাল্টির আবেদন নাকচ করে দেন রেফারি। আর হার শেষে জার্মানির ক্ষুব্ধ কোচ ইউলিয়ান নাগেলসমান কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে হ্যান্ডবল খতিয়ে দেখতে বললেন। শুক্রবার স্পেন-জার্মানির কোয়ার্টার ফাইনালে অতিরিক্ত সময়ের দ্বিতীয়ার্ধের শুরুর দিকে জামাল মুসিয়ালার জোরালো শট বক্সের ভেতর স্প্যানিয়ার্ড ডিফেন্ডার কুকুরেইয়ার হাতে লাগে। কুকেরেইয়ার বাঁহাত তখন শরীর থেকে বেশ দূরেই ছিল। তবে তিনি বলের নিশানা থেকে হাত সরিয়ে শরীরের পেছন দিকে নিচ্ছিলেন বলেও মনে হচ্ছিল রিপ্লে দেখে।
ম্যাচের সময়ই যথেষ্ট ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছেন ইউলিয়ান নাগেলসমান। মার্ক কুকুরেইয়ার হাতে বল লাগার পর রেফারি যখন বাঁশি বাজালেন না কিংবা ভিএআর দেখলেন না, জার্মান কোচ তখনই বেশ উত্তেজিত হয়ে পড়েছিলেন। ম্যাচের পরও ক্ষোভ প্রকাশ করেন তিনি। ওই সিদ্ধান্তকে যদিও হারের একমাত্র কারণ বলছেন না নাগেলসমান, তবে এসব সিদ্ধান্তের ক্ষেত্রে তিনি প্রযুক্তির আরও গভীর ব্যবহার দেখতে চান।
বারবার টিভি রিপ্লে দেখে ধারাভাষ্যকাররা বলছিলেন, কুকুইরেইয়ার হাত পেছন দিকেই ছিল, এটা ইচ্ছাকৃত হ্যান্ডবল নয় এবং পেনাল্টিও ছিল না। তবে ভিএআর না দেখায় প্রশ্নের অবকাশ রয়েই যায়।
আসলেই কুকুরেইয়া হাত শরীরের পেছনে নিচ্ছিলেন কি না, সেটি নিশ্চিত হওয়ার উপায়ও তো নেই। ম্যাচ শেষে কুকুরেইয়ার উদ্দেশ্য নিয়ে সেই প্রশ্নই তুললেন নাগেলসমান। এজন্যই এসব ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করার পরামর্শ জার্মান কোচের। তিনি বলেন, “এটা নিয়ে (হ্যান্ডবল) খুব একটা কথা বলতে চাই না। তবে অভিপ্রায় আরেকটু খতিয়ে দেখা দরকার ছিল। কেউ যদি বল গ্যালারিতে পাঠায় এবং সেখানে বল কারও হাতে লাগে, অবশ্যই তা পেনাল্টি নয়। তবে বল যখন পরিষ্কারভাবে গোলের দিকে ছুটছে এবং কারও হাতে লাগছে, তখন তার সেটার পেছনের উদ্দেশ্য নিয়ে কথা বলতেই পারি।”
নাগেলসমান বলেন, “খেয়াল রাখতে হবে, বলের নিশানা কোন দিকে ছিল। ৫০টি রোবট আমাদেরকে কফি এনে দিচ্ছে। কাজেই এআই ব্যবহার করে ক্রস, শট, নিশানা, এসব নির্ণয় করা যেতেই পারে। এটা তো খুব সহজ ব্যাপার। আমাদের অবশ্যই পর্যালোচনা করা উচিত, শট কোন দিকে যাচ্ছে। তবে আমাদের হারের পেছনে একমাত্র কারণ এটিই নয়।”
শুক্রবার ইউরোর প্রথম কোয়ার্টার ফাইনালে জার্মানিকে ২-১ গোলে হারিয়ে শেষ চারের টিকিট কাটে স্পেন। নির্ধারিত ৯০ মিনিটের খেলায় ছিল ১-১ সমতা। অতিরিক্ত সময়ের শেষ মিনিটে জয়সূচক গোল পায় স্প্যানিয়ার্ড

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।