সিরাজগঞ্জের শাহজাদপুরে পিকনিকের নৌকা ডুবে ২ জন নিহত । নিহতরা হলেন শাহজাদপুর পৌর সদরের দারিয়াপুর মহল্লার তৌহিদের ছেলে মো: তন্ময় (২০) ও শাহ আলমের ছেলে সজল (১৮) । বিষয়টি নিশ্চিত করেছেন মোঃ কামরুজ্জামান অতিরিক্ত পুলিশ সুপার পিপিএম সেবা শাহজাদপুর সার্কেল।
শাহজাদপুর থানা সূত্রে জানা যায় শনিবার( ৬ জুলাই ) দুপুর আনুমানিক ১২.০০ ঘটিকায় তন্ময় এবং সজল সহ তাদের আরো ৭ জন বন্ধুদের নিয়ে অত্র থানাধীন জদুর জোলা খেয়া ঘাট থেকে একটি ডিংগী নৌকা ভাড়া করে রেশমবাড়ীর উদ্দেশ্যে রওয়ানা করে। দুপুর আনুমানিক ১২.১০ ঘটিকায় হঠাৎ নৌকা ডুবে গেলে ৭ জন সাঁতরে কিনারায় চলে আসে। তন্ময় এবং সজল পানিতে ডুবে যায়। এরপর স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে শাহজাদপুর উপজেলা সাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাদের ২ জনকে মৃত ঘোষণা করেন।
বাকী ৭ জন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাসায় চলে যায়। এ ঘটনায় উভয় পরিবারে শোকের ছায়া নেমে আসে।