ঢাকা রাত ৯:১৬ সোমবার, ১৩ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

দুর্নীতি বিরোধী অভিযানে আতঙ্ক ছড়িয়ে পড়ছে

নিজস্ব প্রতিবেদক
জুলাই ৫, ২০২৪ ৭:৩৬ অপরাহ্ণ
Link Copied!

যুক্তরাষ্ট্রের চাপে দুর্নীতির বিরুদ্ধে বড় পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে বিভিন্ন গণমাধ্যমে খবর বের হয়েছে। এতে বলা হয় সাবেক পুলিশপ্রধান বেনজীর আহমেদের সম্পদ ক্রোকের আদেশ এবং তার বিদেশে চলে যাওয়া নিয়ে আলোচনার মধ্যেই জানা গেছে, যুক্তরাষ্ট্রের চাপে সরকার দুর্নীতির বিরুদ্ধে বড় ধরনের পদক্ষেপ নিয়েছে।
সরকার ও আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ পদে থাকা একাধিক ব্যক্তির সঙ্গে আলাপ করে জানা গেছে, দুর্নীতি, মানবাধিকার ও গণতন্ত্র প্রশ্নে যুক্তরাষ্ট্রের সঙ্গে আওয়ামী লীগ সরকারের সম্পর্কের যে টানাপড়েন চলছে, তা থেকে উত্তরণের প্রথম ধাপ হলো বেনজীরের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ। যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক উন্নয়নের মধ্য দিয়ে ক্ষমতায় টিকে থাকার জন্য পর্যায়ক্রমে এমন আরও কিছু ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে সরকার। এভাবে একের পর এক দুর্নীতি বিরোধী খবর প্রকাশের ফলে প্রশাসনসহ বিভিন্ন অফিস আদালতে আতঙ্ক ছড়িয়ে পড়ছে। এছাড়াও আতঙ্ক বিরাজ করছে ক্ষমতাসীন দলের দুর্নীতিবাজ অনেক নেতাকর্মীর মাঝে।
সাম্প্রতিক সময়ে বেনজীর আহমেদ, মতিউর রহমান সহ বিভিন্ন ক্যাডারে সরকারি কর্মকর্তাদের দুর্নীতির ফিরিস্তি গণমাধ্যমে প্রকাশিত হচ্ছে। দুর্নীতি দমন কমিশন বেনজীর, মতিউর সহ একাধিক সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে তদন্ত করছে। বেনজীর আহমেদ, মতিউর রহমান, কাজী আবু মাহমুদ ফয়সাল সহ বেশ কয়েকজনের ব্যাংক অ্যাকাউন্ট এবং স্থাবর সম্পত্তি ইতোমধ্যে ক্রোক করা হয়েছে। এরই মধ্যে দুর্নীতির দায়ে অভিযুক্ত জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) প্রথম সচিব (কর) ও বিসিএস (কর) ক্যাডারের কর্মকর্তা কাজী আবু মাহমুদ ফয়সালকে এনবিআর থেকে ‘অবমুক্ত’ করা হয়েছে। এদিকে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সম্পদের হিসাব বিবরণী দাখিল ও প্রকাশের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে সংশ্লিষ্ট বিধিমালা বাস্তবায়নে কী ব্যবস্থা নেওয়া হয়েছে, এ বিষয়ে তিন মাসের মধ্যে অগ্রগতি প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। সব মিলয়ে সরকারি কর্মকর্তাদের কারও কারও মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
সরকারি যে সমস্ত ক্যাডারের কর্মকর্তাদের মধ্যে এখন আতঙ্ক বিরাজ করছে, তাদের মধ্যে রয়েছে পুলিশ ক্যাডার। ইতোমধ্যে পুলিশ ক্যাডার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে গণমাধ্যমে সতর্কতার সাথে দুর্নীতির খবর প্রকাশের জন্য আহ্বান জানিয়ে একটি বিবৃতি দেওয়া হয়েছে। এই বিবৃতি নিয়ে গণমাধ্যমের অসন্তোষ গোপন থাকেনি। সম্পাদক পরিষদ, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন, ঢাকা সাংবাদিক ইউনিয়ন, ঢাকা রিপোর্টার্স ইউনিটিসহ সাংবাদিকদের বিভিন্ন সংগঠন সমূহ পুলিশ অ্যাসোসিয়েশনের এই অবস্থানের নিন্দা জানিয়েছে। জাতীয় সংসদে এর সমালোচনা করেছেন আওয়ামী লীগের প্রভাবশালী একাধিক নেতা।
পুলিশের সাবেক প্রধান বেনজীর আহমেেদর পর বেশ কয়েকজন পুলিশ কর্মকর্তার দুর্নীতির ফিরিস্তি প্রকাশিত হচ্ছে এবং দুর্নীতি দমন কমিশন তাদের বিরুদ্ধে অনুসন্ধান করছে বলেও খবর পাওয়া গেছে। পুলিশ ক্যাডারের মধ্যে যারা বেনজীরের সমর্থক তাদেরকে নিয়েও নানা রকম কথাবার্তা হচ্ছে। এই বাস্তবতায় পুলিশের কর্মকর্তারা এখন আতঙ্কে আছেন। তবে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা বলেছেন, সৎ কর্মকর্তাদের জন্য আতঙ্কের কোন কারণ নেই। যারা দুর্নীতিবাজ তারা সব সময় আতঙ্কে থাকেন।
সাধারণ ক্যাডারদের মধ্যে অন্য যে ক্যাডারদের অস্থিরতা এবং আতঙ্ক বিরাজ করছে তার মধ্যে রয়েছে বাংলাদেশ সিভিল সার্ভিস কর, বাংলাদেশ সিভিল সার্ভিস শুল্ক ও আবগারি, বাংলাদেশ সিভিল সার্ভিস নিরীক্ষা ও হিসাব। এই ক্যাডারগুলোর মধ্যে চলছে এখন তোলপাড়। বিশেষ করে শুল্ক আবগারি, নিরীক্ষা ও হিসাব ক্যাডারের কর্মকর্তারা বেশ আতঙ্কে আছেন। এই ক্যাডারের একাধিক কর্মকর্তা এখন দুদকের জালে ধরা পড়তে যাচ্ছেন বলে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। এর বাইরে পেশাদার ক্যাডারের মধ্যে কয়েকটি ক্যাডারের কর্মকর্তাদের এখন রাতের ঘুম হারাম হয়ে গেছে বলে খবর পাওয়া যাচ্ছে। এদের মধ্যে রয়েছেন বিসিএস সড়ক ও জনপথ, এলজিইডি, বিসিএস গণপূর্ত, বিসিএস বন, বিসিএস জনস্বাস্থ্য প্রকৌশল, বিসিএস রেলওয়ে। এই ক্যাডারের কর্মকর্তাদের দুর্নীতি নিয়ে আগে থেকেই নানা রকম অভিযোগ উত্থাপিত তাদের বিরুদ্ধে দুর্নীতির নানা রকম খবর অতীতেও প্রকাশিত হয়েছিল। ফলে এবার দুর্নীতি বিরোধী অভিযানে তাদের মধ্যে আতঙ্কের পরিমাণ বেশি মাত্রায় ছড়িয়ে পড়েছে। এছাড়াও ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের মধ্যেও দুর্নীতি বিরোধী অভিযান নিয়ে আতঙ্ক রয়েছে বলে নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।