ঢাকা রাত ৯:১৫ সোমবার, ১৩ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

জনদূর্ভোগ চরমে
কাপ্তাই বিএফআইডিসি সাঃপ্রাঃ বিঃ হতে শিল্প এলাকা বটতল পযন্ত সড়কটির বেহাল অবস্থা

কাপ্তাই(রাঙ্গামাটি) প্রতিনিধি
জুলাই ৫, ২০২৪ ৭:৩২ অপরাহ্ণ
Link Copied!

রাঙ্গামাটির কাপ্তাই বিএফআইডিসি সাঃপ্রাঃ বিঃ হতে শিল্প এলাকা বটতল পযন্ত সড়কটির বেহাল অবস্থা। জনদূর্ভোগ চরমে। উক্ত সড়কটি দিয়ে প্রতিনিয়ত স্কুল, কলেজ, পলিটেকনিক, মাদরাসার কোমলমতি শিক্ষার্থী, কলকারখানার শ্রমিকসহ শত, শত লোকজন যাতায়াত করছে। সড়কটি মধ্যে অসংখ্য ছোট, বড় গর্ত জমে ময়লা আর্বজনা সৃষ্টি হয়ে আছে। সড়ক দিয়ে যানবাহন চলাচলের পথে স্কুল, কলেজ, মাদরাসা কোমলমতি শিক্ষার্থী ও পথচারী বিভিন্ন সমস্যয় পড়ছে। জানাযায় দীর্ঘ বছর পূর্বে উক্ত সড়কটি রাঙ্গামাটি জেলা পরিষদের অর্থায়নে একবার সংস্কার করা হয়েছিল। এলাকার সচেতন মহল আকতার আলম, মাদরাসা শিক্ষক মোকাম্মেল হোসেন, স্কুল শিক্ষক সেলিনা আক্তার জানান উক্ত সড়কটি দ্রুত সংস্কার করা প্রয়োজন। না হয় সামনে চলাচলে আরোও বড় ধরনের সমস্য সৃষ্টি হবে। শিক্ষার্থী নাজমুল, সাইম, হেলেনা ও শারমিন জানান আমরা এ সড়কটি দিয়ে চলতে গেলে ময়লা, আর্বজনা ও গর্ত পড়তে হয়।কোন কোন সময় গর্তে পড়ে স্কুল পোষাক ও বই খাতা নষ্ট হয়ে যায়। তাই আমরা চাই সড়কটি প্রশাসন দ্রুত সংস্কার করে আমাদের কষ্ট লাগব করুন। কাপ্তাই ৪ নং ইউপি ৬ নং ওয়ার্ড সদস্য মুজিবুর রহমান জানান এই সড়কটি বেহাল অবস্থা ঠিক আছে। কিন্ত এটা ইউনিয়নের বাজেট দিয়ে সংস্কার করা সম্বব নয়। এর আগে রাঙ্গামাটি জেলা পরিষদের অর্থায়নে সড়কটি করা হয়েছিল। তারা চাইলে এটা সড়কটি দ্রুত সংস্কার করা সম্বভ হবে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।