ঢাকা সকাল ৮:২৩ রবিবার, ১২ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

কাপ্তাই ইফার ফিল্ড সুপারভাইজারের বিদায় ও বরণ সংবর্ধনা অনুুষ্ঠিত

কাপ্তাই (রাঙ্গামাটি) প্রতিনিধি
জুন ২৪, ২০২৪ ৪:০৩ অপরাহ্ণ
Link Copied!

রাঙ্গামাটির কাপ্তাই উপজেলা ইসলামিক ফাউন্ডেশন (ইফা),র ফিল্ড সুপারভাইজার বিদায় ও বরণ সংবর্ধনা অনুুষ্ঠিত। সোমবার  (২৪ জুন) সকাল ১০টায় ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে শিলছড়ি জামে মসজিদে অনুুষ্ঠিত হয়। ইফা মডেল কেয়ারটেকার মাওলানা সোলাইমান এর সঞ্চালনায় অনুুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করে নবাগত ফিল্ড সুপারভাইজার মো.নাছির উদ্দিন। প্রধান অতিথি ছিলেন বিদায়ী ফিল্ড সুপারভাইজার মুহাম্মদ নুরুন নবী এতে বক্তব্য রাখেন মডেল কেয়ারটেকার মো.সিরাজুল ইসলাম, হাফেজ জালাল উদ্দিন, মাওলানা আব্দুল ছালাম, শিক্ষক কবির হোসেম, হাফেজ আবুল কালাম। বিদায়ী ফিল্ড সুপারভাইজার বলেন, সকল শিক্ষক প্রাক-প্রাথমিক সরকারের নির্দেশনা মেনে চলবেন। পরে সকল ইফার শিক্ষক নবাগত ও বিদায়ী ফিল্ড সুপার ভাইজারকে ক্রেস্ট প্রদান করে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।