ঢাকা ভোর ৫:৪৩ বুধবার, ১৫ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে পুলিশ সফল: আইজিপি

পাঞ্জেরী ডেস্ক
জুন ১৩, ২০২৪ ৪:৫২ অপরাহ্ণ
Link Copied!

পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের মাধ্যমে পুলিশ সন্ত্রাস ও জঙ্গি তৎপরতা নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছে বলে মন্তব্য করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।
বুধবার (১২ জুন) রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্সে বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে পুলিশ হেডকোয়ার্টার্সের ত্রৈমাসিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
পুলিশকে আত্মতুষ্টিতে না ভুগতে এবং দেশ ও জনগণের কল্যাণে আরও পেশাদারিত্বের সঙ্গে কাজ করে যেতে আহ্বান জানান আইজিপি। তিনি বলেন, দেশে বর্তমানে সন্ত্রাসবাদ নিয়ন্ত্রণে রয়েছে।
সন্ত্রাসীদের সম্ভাব্য হুমকির বিরুদ্ধে মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের সতর্ক থাকার নির্দেশ দেন আব্দুল্লাহ আল-মামুন।
পুলিশ প্রধান বলেন, নিষ্ঠা ও আন্তরিকতার মাধ্যমেই জনগণের আস্থা অর্জন করেছে পুলিশ বাহিনী।
পুলিশ কর্মকর্তাদের এই ইতিবাচক অবস্থান বজায় রাখার আহ্বান জানান তিনি।
এ সময় ফৌজদারি মামলায় সাজার হার বাড়া নিয়ে সন্তোষ প্রকাশ করেন আইজিপি।
সম্মেলনে ২০২৪ সালের জানুয়ারি-মার্চ প্রান্তিকের জাতীয় অপরাধ পরিসংখ্যানের একটি সারসংক্ষেপ তুলে ধরেন অতিরিক্ত আইজিপি (ক্রাইম অ্যান্ড অপারেশন্স) মো. আতিকুল ইসলাম।
সম্মেলনে আরও ছিলেন- অতিরিক্ত আইজিপি (প্রশাসন) মো. কামরুল আহসান, স্পেশাল ব্রাঞ্চের (এসবি) প্রধান অতিরিক্ত আইজিপি মো. মনিরুল ইসলামসহ আরও অনেকে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।