ঢাকা ভোর ৫:৪৬ বুধবার, ১৫ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

সাভারের প্লাস্টিক কারখানায় মেশিনে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু

নিজস্বপপপপ্রতিবেদক
জুন ১২, ২০২৪ ৯:৩৪ অপরাহ্ণ
Link Copied!

সাভারের আশুলিয়ায় একটি প্লাস্টিক কারখানায় মেশিনে পেঁচিয়ে ১৪ বছরের এক শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার ভোর পাঁচটার দিকে উপজেলার আশুলিয়া ইউনিয়নের গৌরিপুর বটতলা এলাকার ইরিবাস প্লাস্টিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড কারখানায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
পুলিশ জানায়, ভোরে ওই কারখানায় নাইট শিফটে কাজ করার সময় একটি মেশিনে পেঁচিয়ে গুরুতর আহত হন কারখানার শ্রমিক শেফালী। পরে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য সাভারের এনাম মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ লাশ ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
এ ঘটনায় নিহত শ্রমিক শেফালীর পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন কারখানা কর্তৃপক্ষ।
সাভার মডেল থানার এসআই রাজু বলেন, নিহতের পরিবার অভিযোগ দিলে ব্যবস্থা নেওয়া হবে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।