ঢাকা রাত ১২:৪৪ বুধবার, ১৫ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

চট্টগ্রামে খালের পানিতে ডুবে নিখোঁজ দুই শিশুর একজনের লাশ উদ্ধার

চট্টগ্রাম প্রতিনিধি
জুন ১২, ২০২৪ ৭:৩৪ অপরাহ্ণ
Link Copied!

চট্টগ্রামে খালের পানিতে ডুবে নিখোঁজ দুই শিশুর মধ্যে একজনের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
বুধবার (১২ জুন) ভোরে ফিশারীঘাটের রাজাখালী খাল থেকে ওই শিশুর লাশ উদ্ধার করা হয়। তবে তাৎক্ষণিকভাবে নিখোঁজ শিশুটির নাম জানা যায়নি। শিশুটির আনুমানিক বয়স ১২ বছর হবে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার (১১ জুন) দুপুর ২টার দিকে খালে ককশিট নিয়ে খেলা করার সময় দুই শিশু ডুবে যায়। এ ঘটনা জানাজানি হলে পুলিশ ও ফায়ার সার্ভিস শিশুদের উদ্ধারে কাজ শুরু করে।
বাকলিয়া থানার উপপরিদর্শক (এসআই) মো. নোমান জানান, নিখোঁজ এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে এবং আরেকজনর খোঁজে এখনও উদ্ধার অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক বলেন, ‘রাজাখালী খালের ১৪ নম্বর গলির মুখে অজ্ঞাত এক শিশুর লাশ ভাসতে দেখে স্থানীয়রা। পরে তাকে উদ্ধার করে চমেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।