ঢাকা রাত ১২:৪৬ বুধবার, ১৫ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বাগেরহাটে ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্তদের অর্থ সহায়তা বিএনপির

বাগেরহাট জেলা প্রতিনিধি
জুন ১২, ২০২৪ ৭:১৪ অপরাহ্ণ
Link Copied!

ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্তদের নগদ অর্থ সহায়তা প্রদান করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি।বুধবার (১২ জুন) দুপুরে বাগেরহাটের মোংলার দিগরাজ এলাকায় এই নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়। বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা মোতাবেক মোংলা ও রামপাল এলাকার ক্ষতিগ্রস্তদের মাঝে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপি নেতা শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী।
এ সময় আরো উপস্থিত ছিলেন বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, কেন্দ্রীয় কমিটির শিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম, তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, বাগেরহাট জেলা বিএনপির আহবায়ক ইন্জিঃ এটিএম আকরাম হোসেন তালিম, যুগ্ম আহবায়ক লায়ন ড. শেখ ফরিদুল ইসলামসহ অন্যান্য বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী বলেন, বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া যদি বন্দী না থাকতেন তবে তিনি আজ এখানে উপস্থিত থাকতেন। দেশে এত বড় ঘূর্ণিঝড়ের সাথে প্রতিকূল পরিস্থিতির মধ্যে উপকূলবাসী যুদ্ধ করে টিকে আছে। অথচ সরকারি দলের নেতাদের খবর নাই। দেশের বিচার বিভাগ, আইনের শাসন ও জনগণের ভোটের অধিকার নাই, বাংলাদেশের ব্যাংকে টাকা নাই, সব টাকা লুট হয়ে গেছে। এজন্য দেশের মানুষ অভাব অনটনে আছেন।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।