ঢাকা বিকাল ৪:৪২ মঙ্গলবার, ১৪ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

চাঁদপুরে পুকুরের পানিতে ডুবে দুই বোনের মৃত্যু

চাঁদপুর প্রতিনিধি
জুন ১১, ২০২৪ ৯:২৩ অপরাহ্ণ
Link Copied!

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় পুকুরের পানিতে ডুবে নুসরাত জাহান (৯) ও মিথিলা আক্তার (৯) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার (১১ জুন) বিকাল সাড়ে ৫টার দিকে উপজেলার চরপাথালিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
নুসরাত ওই গ্রামের দুলাল দেওয়ানের ও মিথিলা মো. রিপন দেওয়ানের মেয়ে। শিশু দুটি সম্পর্কে চাচাতো বোন। তারা দুজনই উপজেলার চরনিলক্ষ্মী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।
পরিবারের সদস্যদের বরাতে পুলিশ জানিয়েছে, বিদ্যালয় ছুটির পর নুসরাত ও মিথিলা বাড়ি ফিরে পাশের পুকুরে গোসল করতে নামে। হঠাৎ দুজনই পুকুরের পানিতে তলিয়ে যায়। দীর্ঘক্ষণ তাদের না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন স্বজনরা। এক পর্যায়ে পুকুরে দুজনকে ভাসমান অবস্থায় পাওয়া যায়। সেখান থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক সন্ধায় ৭টার দিকে তাদের মৃত ঘোষণা করেন।
মো. রিপন দেওয়ান বলেন, ‘আমার মেয়ে ও ভাতিজি সাঁতার জানত না। সবার অগোচরে তারা পুকুরে গোসল করতে নামে। তাদের মৃত্যুতে পরিবারের সদস্যরা ভাষা হারিয়ে ফেলেছে।’
বিষয়টি নিশ্চিত করে মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিপন বালা জানান, এ ঘটনায় ময়নাতদন্ত ছাড়াই লাশ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।