ঢাকা বিকাল ৪:৪৩ মঙ্গলবার, ১৪ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

নবনিযুক্ত বিমান বাহিনী প্রধান হাসান মাহমুদ খানকে এয়ার মার্শালের র‌্যাঙ্ক ব্যাজ পড়ানো হয়েছে

পাঞ্জেরী ডেস্ক
জুন ১১, ২০২৪ ৮:০৬ অপরাহ্ণ
Link Copied!

প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে গণভবনে বাংলাদেশের নবনিযুক্ত বিমান বাহিনী প্রধান হাসান মাহমুদ খানকে ‘এয়ার মার্শাল’ র র‌্যাঙ্ক ব্যাজ পরানো হয়েছে।
মঙ্গলবার (১১ জুন) সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ এবং নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান নতুন বিমান বাহিনী প্রধানকে এয়ার মার্শালের র‌্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেন।
গত ২৬ মার্চ এয়ার ভাইস মার্শাল হাসান মাহমুদ খানকে এয়ার মার্শাল পদে পদোন্নতি দিয়ে বাংলাদেশ বিমান বাহিনীর নতুন প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়।
১১ জুন (মঙ্গলবার) থেকে তিনি তিন বছরের জন্য বাংলাদেশ বিমান বাহিনীর নতুন প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন।
বিদায়ী বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আবদুল হান্নানের স্থলাভিষিক্ত হলেন হাসান মাহমুদ।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।