ঢাকা দুপুর ১:১৫ মঙ্গলবার, ১৪ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

নরসিংদীতে বিদ্যালয়ের মাঠে পড়ে ছিল যুবকের লাশ

নরসিংদী প্রতিনিধি
জুন ১০, ২০২৪ ৯:৪১ অপরাহ্ণ
Link Copied!

নরসিংদীর শিবপুর উপজেলায় আহমেদ কবির নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে শিবপুর থানা পুলিশ।
সোমবার (১০ জুন) ভোর ৬টার দিকে বাড়ৈগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত কবির চক্রধা ইউনিয়নের বাড়ৈগাঁও গ্রামের আব্দুল সালামের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার দিবাগত রাত ১২টা দিকে কে বা কারা কবিরের সঙ্গে কথা বলার জন্য তাকে ডেকে নিয়ে যায়। পরে সোমবার ভোর ৬টায় স্থানীয়রা বিদ্যালয় মাঠে কবিরের লাশ পড়ে থাকতে দেখে থানায় খবর দেন।
কবিরের ছোট ভাই লেলিন বলেন, পূর্ব শত্রুতার জেরে পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে। কবির ২০১৪ সালে তার চাচাত দুই ভাই জালাল ও খোরশেদ আলম হত্যা মামলার সাক্ষী ছিলেন।
শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদ উদ্দিন বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। তদন্তের পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।