ঢাকা সকাল ১০:০৫ মঙ্গলবার, ১৪ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

শিল্পী সমিতির পক্ষে কোরবানি দেবেন ডিপজল

বিনোদন ডেস্ক
জুন ১০, ২০২৪ ৬:২৮ অপরাহ্ণ
Link Copied!

কোরবানির ঈদে টানা ৫ বছর অনন্য নজির দেখিয়েছিলেন চিত্রনায়িকা পরীমণি। ২০১৬ সাল থেকে চলচ্চিত্রের অসচ্ছল সহশিল্পীদের জন্য এফডিসিতে কোরবানি দিতেন তিনি। পরে চলচ্চিত্র পরিচালক, শিল্পী সমিতি এবং ওমর সানী-মৌসুমী দম্পতিও কোরবানি দিয়েছিলেন।
তবে, কয়েক ঈদে কেউই এফডিসিতে কোরবানি দেননি। যার ফলে অনেকটাই বিপাকে পড়েন নিম্ন আয়ের শিল্পীরা।
ডিপজলের মাধ্যমে ফের এফডিসিতে কোরবানি দেওয়ার প্রচলন শুরু হতে যাচ্ছে।
এ প্রসঙ্গে ডিপজল বলেন, আসছে ঈদে শিল্পী সমিতির পক্ষ থেকে সহকর্মীদের জন্য কোরবানি দেওয়া হবে। এখানে কোনো ভেদাভেদ নেই। সচ্ছল-অসচ্ছল বলে কিছু নেই। কারণ, এটা সমিতির পক্ষ থেকে দেওয়া হচ্ছে। আমি মনে করি, সংগঠন হিসেবে এটা সমিতির একটি কার্যক্রম। এ কার্যক্রমে সবাই অংশগ্রহণ করতে পারেন।
তিনি আরও বলেন, যদি সমিতির আরও কেউ কোরবানি দিতে চান, তারাও এ কার্যক্রমে যোগ দিতে পারেন। এতে সমিতির সব সদস্যদের মধ্যে ঐক্য সৃষ্টি হবে। আমরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে চাই। আমি আমার পক্ষ থেকে দায়িত্ব পালনের অংশ হিসেবে কোরবানি দেওয়ার উদ্যোগ নিয়েছি।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।