ঢাকা সকাল ৯:৪৬ মঙ্গলবার, ১৪ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

পাকিস্তানে বোমা হামলায় ৭ সেনার মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক
জুন ১০, ২০২৪ ৬:২৩ অপরাহ্ণ
Link Copied!

পাকিস্তানের খাইবার-পাখতুনখাওয়া প্রদেশে বোমা হামলায় ৭ জন সেনাসদস্য নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ক্যাপ্টেন পদমর্যাদার একজন কর্মকর্তাও রয়েছেন।
পাকিস্তানের সামরিক বাহিনীর আন্তঃসেবা জনসংযোগ বিভাগ (আইএসপিআর) এক বিবৃতিতে এ হামলার বিষয়টি নিশ্চিত করেছে।
বিবৃতিতে বলা হয়েছে, নিহত সেনাসদস্যরা হলেন, কাসুরের বাসিন্দা ২৬ বছর বয়সী ক্যাপ্টেন মুহাম্মদ ফারাজ ইলিয়াস, স্কার্দুর ৫০ বছর বয়সী সুবেদার মেজর মুহাম্মদ নাজির, ৩৪ বছর বয়সী ল্যান্স নায়েক মুহাম্মদ আনোয়ার, ল্যান্স নায়েক হুসেন আলী, মুলতানের ৩৩ বছর বয়সী সিপাহী আসাদুল্লাহ, গিলগিটের ২৭ বছর বয়সী সিপাহী মনজুর হুসেন এবং রাওয়ালপিন্ডি জেলার ৩১ বছর বয়সী সিপাহী রশিদ মেহমুদ।
সোমবার (১০ জুন) পাকিস্তানের সংবাদমাধ্যম ডন এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, স্থানীয় কর্মকর্তারা জানান, রোববার (৯ জুন) খাইবার-পাখতুনখাওয়া প্রদেশের লাকি মারওয়াতে সেনা সদস্যদের গাড়িতে ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) আঘাত হানলে একজন ক্যাপ্টেনসহ অন্তত সাতজন সেনাসদস্য নিহত হন।
সেনাবাহিনীর এই গাড়িটি কাচি কামার এলাকায় যাওয়ার পথে পাঞ্জাবের মিয়ানওয়ালি জেলার সীমান্তবর্তী এলাকা সুলতানখেল গ্রামের কাছে হামলার কবলে পড়ে বলে জানান স্থানীয় কর্মকর্তারা।
এদিকে আইএসপিআর জানিয়েছে, এই জঘন্য হামলার সঙ্গে যারা জড়িত তাদের গ্রেফতার করে অবশ্যই বিচারের আওতায় আনা হবে। ইতিমধ্যে অভিযান শুরু হয়ে গেছে।
এ হামলার তীব্র নিন্দা জানিয়েছেন খাইবার পাখতুনখাওয়ার গভর্নর ফয়সাল করিম কুন্ডি এবং মুখ্যমন্ত্রী আলি আমিন খান। এদিকে খাইবার পাখতুনখাওয়ার বাজাউরে নিরাপত্তা চেকপোস্টে একটি অতর্কিত হামলা প্রতিহত করার দাবি করেছে পুলিশ।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।