ঢাকা রাত ৪:৪১ মঙ্গলবার, ১৪ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বাজেটে জনগণের সমস্যার সমাধান হয়নি: মির্জা ফখরুল

পাঞ্জেরী ডেস্ক
জুন ৯, ২০২৪ ৭:৪০ অপরাহ্ণ
Link Copied!

বিএনপি জনগণকে ভালোবাসতো বলেই হিসাব করে বাজেট দিয়েছিলো, এবারের বাজেটে জনগণের সমস্যার সমাধান হয়নি বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রোববার (৯ জুন) জাতীয় প্রেসক্লাবে ইউনিভার্সিটি টিচার্স এসোসিয়েশন অব বাংলাদেশ – ইউট্যাব আয়োজিত আলোচনা সভায় তিনি একথা বলেন।
ফখরুল বলেন, আওয়ামী লীগ দেশকে জাহান্নামে নিয়ে গেছে। সমাজের সৌহার্দ্য নষ্ট করছে।
মিথ্যা ও বিকৃত কথা বলতে জুড়ি নাই আওয়ামী লীগের। জাতির জন্য বড় সমস্যা আওয়ামী লীগ। তারা ক্ষমতায় থাকার স্বার্থে দেশ বিক্রি করে দিয়েছে। বাংলাদেশকে পরনির্ভরশীল রাষ্ট্রে পরিণত করেছে।
বিএনপির পক্ষে একা সবকিছু বদলে দেয়া সম্ভব নয় উল্লেখ করে ফখরুল বলেন, কোনো আন্দোলন একা করা যায় না। এই লড়াই জাতির অস্তিত্বের। দেশ বাঁচাতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।

 

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।