ঢাকা রাত ৪:৪২ মঙ্গলবার, ১৪ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ঝিনাইদহে ৪৪৮ বোতল ফেনসিডিল জব্দ, গ্রেফতার ২

ঝিনাইদহ প্রতিনিধি
জুন ৯, ২০২৪ ৬:১৭ অপরাহ্ণ
Link Copied!

ঝিনাইদহে ফেনসিডিল পাচারকালে দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে ৪৪৮ বোতল ফেনসিডিল জব্দ করা হয়েছে বলে দাবি করেছে পুলিশ।
শনিবার (৮ জুন) রাতে সদর উপজেলার মধুপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন- চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার বকন্ডিয়া গ্রামের অমেদুল হক এবং দৌলতদিয়ার হাতিকাটা গ্রামের রাসেল আহমেদ।
ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার ইমরান জাকারিয়া জানান, সদর থানা পুলিশের একটি দল মধুপুর এলাকায় চেকপোস্ট বসায়। এসময় তারা একটি মিনি ট্রাকের গতিরোধ করে ট্রাকভর্তি সবজির ভেতর থেকে ৪৪৮ বোতল ফেনসিডিল জব্দ করে।
এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা করা হয়েছে বলেও জানান পুলিশ সুপার।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।