ঢাকা রাত ৪:৩১ মঙ্গলবার, ১৪ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

পুলিশের রিভলবারের আঘাতে মানসিক ভারসাম্যহীন হলেন যুবক

নিজস্ব প্রতিবেদক
জুন ৮, ২০২৪ ১০:০৫ অপরাহ্ণ
Link Copied!

বরিশালের উজিরপুরে মেহেদী হাসান মিঠু নামে এক যুবককে অমানসিক নির্যাতনের অভিযোগ উঠেছে উজিরপুর থানার উপপরিদর্শক (এসআই) অন্তর আহমেদের বিরুদ্ধে। বৃহস্পতিবার (৩০ মে) উপজেলার মুণ্ডপাশা গ্রামে এ ঘটনা ঘটে।
মেহেদী হাসান মিঠু উজিরপুর উপজেলার মুণ্ডপাশা গ্রামের বাসিন্দা।
পরিবারের অভিযোগ, মিঠু বর্তমানে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন। হাসপাতালের বেডে শুয়ে কাতরাচ্ছেন যন্ত্রণায়, হারিয়েছেন মানসিক ভারসাম্য।
জানা গেছে, মুণ্ডপাশা গ্রামে বাড়ির পাশে বসে বন্ধুদের সঙ্গে মোবাইলে লুডু খেলছিলেন মিঠু। এ সময় উজিরপুর থানার এসআই অন্তরসহ দুই পুলিশ সদস্য হাজির হন সেখানে। তখন মেহেদীদের বিরুদ্ধে জুয়া খেলার অভিযোগ তোলেন তিনি। এ নিয়ে বাগবিতণ্ডা হওয়ার একপর্যায়ে এসআই অন্তর কাছে থাকা রিভলবার দিয়ে মেহেদীর মাথায় একাধিক আঘাত করেন। এতে মেহেদীর চিৎকারে এলাকাবাসী জড়ো হন। পরে মেহেদীর বিরুদ্ধে জুয়া খেলার অভিযোগ তোলা হয়, দেওয়া হয় আটকের হুমকি। পরে ২০ হাজার টাকার বিনিময়ে দফারফা করেন তিনি।
নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রত্যক্ষদর্শী বলেন, এসআই অন্তর ভুক্তভোগী মেহেদীর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলে তার মাথায় রিভলবার দিয়ে অনেক আঘাত করেন। মাথার সব জায়গায় আঘাত করেন ওই এসআই।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।