ঢাকা রাত ২:০০ মঙ্গলবার, ১৪ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

প্রেসক্রিপশনের ছবি তুলতে না দেওয়ায় রোগীকে মারধরের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক
জুন ৮, ২০২৪ ৯:২১ অপরাহ্ণ
Link Copied!

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে প্রেসক্রিপশনের ছবি তুলতে না দেওয়ায় এক রোগীকে মারধরের অভিযোগ উঠেছে বিভিন্ন ওষুধ কোম্পানির প্রতিনিধিদের বিরুদ্ধে। মারধরের শিকার হওয়া ওই রোগীর নাম আনিসুর রহমান। পরে বিএসএমএমইউ হাসপাতাল পরিচালক বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন তিনি।
শনিবার (৮ জুন) দুপুরে হাসপাতালের আউট ডোরে মেডিসিন বিভাগে এ ঘটনা ঘটে।
আনিসুর রহমানের অভিযোগ, দুপুরের দিকে বিএসএমএমইউয়ের আউটডোরের মেডিসিন বিভাগে চিকিৎসা নিতে আসেন তিনি। ডাক্তার দেখিয়ে বের হওয়ার সময় প্রেসক্রিপশনের (ব্যবস্থাপত্র) ছবি তোলার জন্য ওষুধ কোম্পানির প্রতিনিধিরা তাকে ঘিরে ধরেন। এ সময় তিনি ছবি তুলতে না দেওয়ায় ১০ থেকে ১২ জন তার ওপর হামলা চালান। সেখানে দায়িত্বরত আনসার সদস্যদের সামনেই তাকে মারধর করা হয় বলে অভিযোগ করেন তিনি।
আনিছুর রহমান জানান, মারধরের কারণে তিনি খুবই অসুস্থ বোধ করছেন। তার চিকিৎসা দরকার।
এ ব্যাপারে বিএসএমএমইউয়ের পরিচালক (হাসপাতাল ব্রিগেডিয়ার জেনারেল ডা. মো. রেজাউর রহমানকে ফোন করা হলে তিনি ফোন রিসিভ করেননি।

 

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।