ঢাকা রাত ৯:১২ সোমবার, ১৩ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ভয়ংকর সংকটে দেশ: মির্জা ফখরুল

পাঞ্জেরী ডেস্ক
জুন ৮, ২০২৪ ৭:৩৬ অপরাহ্ণ
Link Copied!

দেশ ভয়ংকর সংকটের মধ্যে আছে বলে দাবি করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার (৮ মে) জাতীয় প্রেস ক্লাবে জাতীয় সমাজতান্ত্রিক দলের আলোচনা সভায় এ দাবি করেন তিনি।
ফখরুল বলেন, দেশ ভয়ংকর সংকটের মধ্য আছে। আওয়ামী লীগ জোর করে ক্ষমতা ধরে আছে। নিপীড়ন করে ক্ষমতা আঁকড়ে আছে সরকার।
কালোটাকা সাদা করার প্রসঙ্গে তিনি বলেন, কালোটাকা সাদা করার বিষয়ে সরকার বলছে মাছ ধরতে গেলে আদার দিতে হবে। সরকার নিজেরাই তো চুরি-দুর্নীতির সঙ্গে জড়িত।
তিনি আরও বলেন, তারাই তো রাঘব-বোয়ালদের সঙ্গে আছে। সরকারের দেয়া এই বাজেট রাঘব-বোয়ালদের লুট করার সুযোগ তৈরি করে দেবে। এসব কথা বলে ধোঁয়াশা তৈরি করে বেশিদিন ক্ষমতায় টিকে থাকতে পারবে না সরকার।
যুগপৎ আন্দোলন মূলত ভোটাধিকার ফিরিয়ে আনার আন্দোলন বলে জানিয়ে যুগপতের শরিকদের উদ্দেশে ফখরুল বলেন, দোষত্রুটি ভুলে গিয়ে একসঙ্গে হয়ে, একজোট হয়ে আন্দোলনের মাধ্যমে সরকার পতন ঘটাতে হবে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।