ঢাকা বিকাল ৪:০৬ সোমবার, ১৩ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বাগেরহাটের মোল্লাহাটে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

বাগেরহাট প্রতিনিধি
জুন ৫, ২০২৪ ৯:১৪ অপরাহ্ণ
Link Copied!

বাগেরহাটের মোল্লাহাটে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (৫ জুন) বিকেলে মোল্লাহাট উপজেলার উদয়পুর আড়ুয়াকান্দি গ্রামে একটি ঘেরের ডোবা থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়।
নিহতরা হলো, আড়ুয়াকান্দি গ্রামে আজিজ খানের ছেলে আমির হামজা (৭) ও বাকা খানের ছেলে মো. শফিউল্লাহ (৮)। এর দুজন সম্পর্কে চাচাতো ভাই।
নিহতদের পরিবার সূত্রে জানা যায়, দুপুর ১টা থেকে ওই দুই শিশুকে খুঁজে পাওয়া যাচ্ছিল না।বিকেল ৫টার দিকে বাড়ির পাশের ছোট একটি ডোবায় দুইজনের মরদেহ পাওয়া যায়। ধারণা করা হচ্ছে, ডোবায় থাকা ছোট মাছ ধরতে গিয়ে, পানিতে ডুবে এই শিশুদের মৃত্যু হয়
মোল্লাহাট থানার ওসি এসএম আশরাফুল আলম বলেন, ওই শিশুদের শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। প্রাথমিকভাবে পানিতে ডুবে মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।