চাঁপাইনবাবগঞ্জে ১০০ গ্রাম হেরোইন ও হেরোইন বিক্রির টাকাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব।
মঙ্গলবার (৪ জুন) রাত সাড়ে ১২টার দিকে জেলার শিবগঞ্জ উপজেলার কানসাট মিলিক বাগানবাড়ি এলাকা থেকে মিজানুর রহমান নামের ওই ব্যক্তিকে গ্রেফতার করে র্যাব-৫ এর একটি দল।
গ্রেফতার মিজানুর রহমান (৫০) ওই এলাকার বাসিন্দা।
বুধবার সকাল ১১টার দিকে র্যাব-৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
র্যাব জানায়, কানসাট মিলিক বাগানবাড়ি এলাকায় মাদক বিক্রেতা মিজানুর রহমানের বাড়িতে তল্লাশি চালিয়ে ১০০ গ্রাম হেরোইনসহ ৩ লাখ ৩১ হাজার টাকা জব্দ করা হয় এবং তাকে গ্রেফতার করা হয়।
এ ঘটনায় শিবগঞ্জ থানায় মামলা করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।