ঢাকা ভোর ৫:৪৭ সোমবার, ১৩ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

শাহজালাল বিমানবন্দরে আগুন নয়, মহড়া

নিজস্ব প্রতিবেদক
জুন ২, ২০২৪ ৫:০৩ অপরাহ্ণ
Link Copied!

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান দুর্ঘটনা মোকাবিলায় মহড়া অনুষ্ঠিত হয়েছে। রোববার (২ জুন ) বেলা ১১টার দিকে এ মহড়া অনুষ্ঠিত হয়। তবে শুরুতে শাহজালাল বিমানবন্দরে বিমানে আগুন লাগার খবর পাওয়া যায়। এমনকি বিষয়টি নিয়ে বেশ কিছু গণমাধ্যমে খবরও প্রকাশ হয়।
সিভিল এভিয়েশন সূত্রে জানা গেছে, অগ্নি নির্বাপণ মহড়ার উদ্দেশ্য হলো আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল এবং বিভিন্ন সংস্থার সঙ্গে সমন্বয় করে দ্রুততার সঙ্গে জানমালের নিরাপত্তা নিশ্চিত করা।
আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থার নির্দেশ অনুযায়ী প্রতিটি আন্তর্জাতিক বিমানবন্দরে বাধ্যবাধকতা রয়েছে প্রতি দুই বছরে একবার দুর্যোগ মোকাবিলা মহড়ার আয়োজন করা।
সেই ধারাবাহিকতায় রোববার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুর্যোগকালীন সময়ে কীভাবে জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে হবে- তার মহড়া অনুষ্ঠিত হয়। মহড়ায় প্রতীকী বিমানে আগুন ধরিয়ে সেসব বিষয় দেখানো হয়।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।