ঢাকা রাত ৩:০৭ সোমবার, ১৩ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

চুয়াডাঙ্গায় কৃষকের গলাকাটা লাশ উদ্ধার

চুয়াডাঙ্গা প্রতিনিধি
জুন ১, ২০২৪ ১০:০৬ অপরাহ্ণ
Link Copied!

চুয়াডাঙ্গায় আব্দুর রাজ্জাক (৪৮) নামে এক কৃষককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (১ জুন) সকালে জেলার সদর উপজেলার যুগিরহুদা গ্রামের মাঠ থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।
নিহত আব্দুর রাজ্জাক ওরফে রাজাই একই উপজেলার সুবদিয়ায় গ্রামের মৃত বেছের আলীর ছেলে। তিনি পেশায় একজন কৃষক ছিলেন, পাশাপাশি গ্রামে কবিরাজি করতেন।
আব্দুর রাজ্জাক শুক্রবার বিকালে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি বলে জানিয়েছে তার পরিবারের সদস্যরা।
স্থানীয়রা জানান, শনিবার সকালে মাঠে কাজ করতে গিয়ে যুগিরহুদা গ্রামের প্রাথমিক বিদ্যালয়ের পেছনের মাঠে আব্দুর রাজ্জাকের গলাকাটা লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয় কৃষকরা। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠায়।
চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সেকেন্দার আলী বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে গলাকেটে হত্যা করা হয়েছে। ঘটনার কারণ অনুসন্ধানে পুলিশের একাধিক দল মাঠে নেমেছে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।