ঢাকা রাত ৩:০৭ সোমবার, ১৩ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

যশোরে ১৯৮০০ ইয়াবা জব্দ, ২ বোন গ্রেফতার

যশোর প্রতিনিধি
জুন ১, ২০২৪ ৮:৪৭ অপরাহ্ণ
Link Copied!

যশোর শহরের বকচর এলাকায় থেকে ফরিদা বেগম ও মোছা. ফাতেমা নামে ২ বোনকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।
এ সময় ২ বোনের কাছ থেকে ১৯ হাজার ৮০০ ইয়াবা জব্দসহ নগদ ১ লাখ ৪৮ হাজার ৮০০ টাকা ও একটি আইফোনও জব্দ করা হয়েছে।
উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজার মূল্য ৫৯ লাখ ৪০ হাজার টাকা।
শুক্রবার (৩১ মে) দিবাগত রাতে শহরের বকচর এলাকায় অভিযান চালিয়ে ৯ হাজার ৮০০ ইয়াবা জব্দসহ ফরিদা বেগমকে গ্রেফতার করা হয়।
পরবর্তীতে তার দেওয়া তথ্য মতে শনিবার (১ জুন) তারই ছোট বোন ফাতেমার বাড়িতে অভিযান চালিয়ে ১০ হাজার ইয়াবা জব্দ করে র‌্যাব।
আটক ফরিদা বেগম ও তার ছোট বোন মোছা. ফাতেমা বেগম শহরের বকচর (কবরস্থান রোড) এলাকার মো. লুৎফর শেখের মেয়ে।
যশোর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন বলেন, শহরের বকচর এলাকায় অভিযান চালিয়ে ৯ হাজার ৮০০ ইয়াবা জব্দসহ ফরিদাকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে তার দেওয়া তথ্য মতে তারই ছোট বোন ফাতেমার বাড়িতে অভিযান চালিয়ে ১০ হাজার ইয়াবা জব্দ করে র‌্যাব। এসময় নগদ ১ লাখ ৪৮ হাজার ৮০০ টাকা ও একটি আইফোনও জব্দ করা হয়।
গ্রেফতারকৃত আসামিদের মাদক আইনে মামলা দিয়ে যশোর কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান মেজর মোহাম্মদ সাকিব হোসেন।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।