ঢাকা রাত ৩:০৯ সোমবার, ১৩ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

সুন্দরবনে ঝড়ে নিখোঁজ ৩ জেলে উদ্ধার

সাতক্ষীরা প্রতিনিধি
জুন ১, ২০২৪ ৮:২০ অপরাহ্ণ
Link Copied!

ঘূর্ণিঝড় রেমালের কবলে পড়ে সুন্দরবনে মাছ ধরতে গিয়ে নিখোঁজ ৩ জেলেকে ৭ দিন পর উদ্ধার করেছেন পশ্চিম বন বিভাগ সাতক্ষীরা রেঞ্জের কোবাতক বনস্টেশন অফিসের সদস্যরা। শনিবার (১ জুন) সকাল ৭টার দিকে সুন্দরবনের নিশিনখালী খাল এলাকায় একটি উঁচু গাছ থেকে তাদের উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত ৩ জেলে হলেন, শ্যামনগর উপজেলা পদ্মপুকুর ইউনিয়নের চন্ডিপুর এলাকার সাইদুর রহমান, একই এলাকার হায়দার আলী ও লিটন।
জানা যায়, তারা গত ২৫ মে সাতক্ষীরা রেঞ্জের কোবাতক বনস্টেশন থেকে মাছ ধরার অনুমতি নিয়ে সুন্দরবনে প্রবেশ করে এবং ২৬ মে সুন্দরবনে ঘূর্ণিঝড় রেমালের কবলে পড়ে নিখোঁজ হয়।
কোবাতক বনস্টেশন অফিসার (এসও) মোবারক হোসেন জানান, জেলেদের পরিবারের পক্ষ থেকে তাদের নিখোঁজের বিষয়টি জানানো পর সুন্দরবনের বিভিন্ন স্থান তল্লাশি শুরু হয়। পরে সুন্দরবনের নিশিনখালী খাল এলাকায় উঁচু গাছ থেকে নিখোঁজদের উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
নিখোঁজ জেলে হায়দার আলী জানান, ঘূর্ণিঝড়ে নদীতে প্রচণ্ড ঢেউয়ের আঘাতে তাদের নৌকা ডুবে যায়। এ সময় কোন রকমে সাঁতরে সকলে সুন্দরবনে উঠে বড় গাছে আশ্রয় নেন। এ সময় সুন্দরবনে গাছের ফল খেয়ে তারা কোন রকমে বেঁচে ছিলেন।
পশ্চিম সুন্দরবনের খুলনা রেঞ্জের সহকারী বনসংরক্ষক (এসিএফ) এ জেড এম হাসানুর রহমান বলেন, জেলেদের উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।