বাগেরহাট জেলা সদরের বেশরগাতি বায়তুল লতিফ মডেল মসজিদ চত্বরে বৃক্ষরোপণ করেছেন অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ড. আতিকুস সামাদ। শুক্রবার (৩১ মে) জুম্মার নামাজ আদায় শেষে স্থানীয় মুসল্লিদের সাথে নিয়ে তিনি এই বৃক্ষরোপণে অংশগ্রহণ করেন। এর আগে তিনি লতিফ মাস্টার ফাউন্ডেশনের সার্বিক তত্ত্বাবধায়নে নির্মিত বেশরগাতি এতিম ও বৃদ্ধ নিবাস “স্বপ্ননীড়” ঘুরে দেখেন এবং সেখানকার খাবারের মান যাচাই করেন।
পুরুষ ও মহিলা ভিন্ন কামরায় একই সময়ে জামায়াতে নামাজ আদায় করার উপযোগী মডেল মসজিদের বিভিন্ন দিক ঘুরে দেখেন এবং এর নির্মাণ শৈলীর প্রশংসা করেন ড. আতিকুস সামাদ। শহর থেকে প্রায় বিচ্ছিন্ন অজপাড়া গাঁয়ে শিক্ষা, ধর্মীয় ও সমাজ সেবামূলক কয়েকটি প্রতিষ্ঠান নির্মাণ করায় লতিফ মাস্টার ফাউন্ডেশনের সবাইকে ধন্যবাদ জানান তিনি।
এ সময় উপস্থিত ছিলেন লতিফ মাস্টার ফাউন্ডেশনের “স্বপ্নদ্রষ্টা” গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ডক্টর ফরিদুল ইসলাম, প্রতিষ্ঠানের চেয়ারম্যান আমেরিকা প্রবাসী সিপিএ রফিকুল ইসলাম জগলু, এস এম মনিরুল আলম, সৈয়দ বোরহান উদ্দিন মুকুল, সরদার নাসির উদ্দিন লনি, নজরুল ইসলাম লাল মিয়া, সৈয়দ বোরহান হোসেন, বেগ শামীম হাসান, শেখ দেলোয়ার হোসেন, মোহাম্মদ ইলিয়াছুর রহমান, সাজ্জাদ হোসেন, শেখ শামীম হোসেন সহ স্থানীয় মুসল্লিগন।