ঢাকা রাত ৩:০৯ সোমবার, ১৩ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

এমপি আনোয়ারুল হত্যার তদন্তে নেপাল যাচ্ছেন ডিবি প্রধান

নিজস্ব প্রতিবেদক
জুন ১, ২০২৪ ৫:৪৩ অপরাহ্ণ
Link Copied!

ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার হত্যার ঘটনায় ভারতে তদন্তের অংশ হিসেবে নেপাল যাচ্ছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) চার সদস্যের একটি দল।
মূল আসামি আক্তারুজ্জামান শাহীনের বিষয়ে তদন্ত করবে ডিবি প্রধান হারুন-অর-রশীদের নেতৃত্বে এ দল।
ডিবি প্রধান ঢাকা ছাড়ার আগে নেপালে সিয়াম নামের এক ব্যক্তির গ্রেপ্তারের খবর গণমাধ্যমে আসে।
শনিবার (১ জুন) সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এ বিষয়ে তিনি বলেন, ‘এই মুহূর্তে এ বিষয়ে কিছু বলতে পারছি না। তবে আমরা তদন্তে যাচ্ছি। এ বিষয়ে শিগগিরই আপনাদের জানাব।’
হারুন আরও বলেন, ‘আনোয়ারুল হত্যাকাণ্ডের সন্দেহভাজনরা নেপাল রুট ব্যবহার করেছিল। আমরা ভারতে জিহাদের সঙ্গে কথা বলেছি। মূল অপরাধী ছাড়াও এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহভাজন বেশ কয়েকজন আমাদের কাছে রয়েছে। উভয় পক্ষ এ বিষয়ে আলোচনা করেছে।’
তিনি আরও বলেন, সম্প্রতি আনোয়ারুল হত্যাকাণ্ডে সন্দেহভাজনসহ বাংলাদেশের বেশ কয়েকজন বড় অপরাধী কলকাতা রুট ব্যবহার করছে।
ডিবি প্রধান বলেন, ‘সবকিছু বিবেচনা করে ওই এলাকায় কোনো অপরাধী আছে কি না তা খতিয়ে দেখতে ইন্টারপোলকেও চিঠি দিয়েছি। সব মিলিয়ে মূলত তদন্তের জন্যই আমরা নেপাল যাচ্ছি।’

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।