ঢাকা রাত ৮:০৮ রবিবার, ১২ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

অটোরিকশা ছিনতাই করে চালককে হত্যা, গ্রেফতার ৫

কুমিল্লা প্রতিনিধি
মে ২৮, ২০২৪ ৪:৪৪ অপরাহ্ণ
Link Copied!

চালককে হত্যা করে অটোরিকশা নিয়ে বিক্রি করে দেওয়া চক্রের ৫ সদস্যকে গ্রেফতার করেছে কুমিল্লা জেলা পুলিশ। এ সময় ৭টি অটোরিকশা, ৪টি ব্যাটারি ও বেশ কিছু যন্ত্রাংশ উদ্ধার করা হয়।
মঙ্গলবার (২৮ মে) দুপুরে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য দেন কুমিল্লা জেলা পুলিশ সুপার আবদুল মান্নান।
গ্রেফতারকৃতরা হলেন, কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার শহিদুল ইসলাম ওরফে জাবেদ (২৬) শরীফ (২৫), রুবেল (২৮), চৌদ্দগ্রাম উপজেলার আমির হোসেন (৩২) ও সোহাগ হোসেন (২৫)।বিগত কয়েকদিন ধরে কোতোয়ালী মডেল থানা ও গোয়েন্দা পুলিশের অভিযানে তাদেরকে গ্রেফতার করা হয়।
সংবাদ সম্মেলনে পুলিশ সুপার আবদুল মান্নান বলেন, গ্রেফতারকৃতরা গত ১৭ মে কুমিল্লার টিক্কারচর এলাকার পড়ান নামে এক অটোরিকশা চালককে হত্যা করে অটোরিকশা নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় তাদের সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে।’
পুলিশ সুপার আরও বলেন, এ চক্রের মূলহোতারা চোরাই অটোরিকশা কম দামে কিনে দ্রুত রং পরিবর্তন করে বিক্রি করতো। এই চক্রের ৫ জনকে গ্রেফতার করা গেলেও মূলহোতারা এখনও আত্মগোপনে আছে। তাদের গ্রেফতার করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।