ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে সোমবার (২৯ মে) রাজধানী জুড়ে দিনব্যাপী অতি ভারী বৃষ্টি হয়েছে।আবহাওয়া অফিসের তথ্য মতে ঢাকায় ২৪ ঘন্টায় বৃষ্টি রেকর্ড করা হয়েছে ১৫৭ মিলিমিটার। টানা বৃষ্টির এ প্রভাব দেখা গিয়েছে রাজধানীর কাঁচা বাজারে। সরবরাহ কম থাকায় প্রায় সব ধরনের সবজির দামই উর্ধ্বমূখী। রাতারাতি দাম বেড়ে যাওয়ায় সাধারণ ক্রেতারা পড়েছেন অস্বস্তিতে।
মঙ্গলবার (২৮ মে) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে সবজির এমন বাড়তি দাম লক্ষ্য করা গেছে। তবে, ব্যবসায়ীদের দাবি ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে সব ধরনের সবজির দাম বেড়েছে।
বাজার ঘুরে দেখা গেছে, রাজধানীর কাঁচা বাজারে শসা প্রতি কেজি ৭০ – ৮০ টাকা, বেগুন প্রতি কেজি ৬০ – ৭০ টাকা, ঢেঁড়স প্রতি কেজি ৬০ টাকা, পটল বিক্রি ৬০ – ৭০, ঝিঙা প্রতি কেজি ৬০ – ৭০ টাকা, কাঁকরোল ১০০ টাকা, কচুর লতি প্রতি কেজি ৭০ টাকা, করলা প্রতি কেজি ৬০ টাকা, মিষ্টি কুমড়া প্রতি কেজি ৫০ টাকা, টমেটো প্রতি কেজি ৮০ টাকা, গাজর প্রতি কেজি ৮০ টাকা, ধুন্দল প্রতি কেজি ৫০ – ৬০ টাকা, বরবটি প্রতি কেজি ৬০ টাকা এবং কাঁচা মরিচ প্রতি কেজি ২০০ – ২২০ টাকায় বিক্রি হচ্ছে।
ব্যবসায়ীদের দাবি, আজ সবজির পাইকারি বাজার কাওরান বাজারেই পাইকারি দামি বেশি। এর কারণ ঘূর্ণিঝড়ের কারণে গতকাল সারা দিন বৃষ্টি হয়েছে, দেশের বিভিন্ন প্রান্তে কৃষকরা ফসল তুলতে পারেনি। সে কারণে আজকে ঢাকায় ফসলের সরবরাহ একেবারেই কম।
তবে, আজ যেহেতু বৃষ্টি নেই, হয়তো আগামীকাল থেকে রাজধানীতে সবজি সরবরাহ ঠিক হয়ে যাবে। সে কারণে কালকে থেকে সবজির দাম কিছুটা কমে আসবে বলে জানায় তারা।