ঢাকা বিকাল ৫:৪৭ রবিবার, ১২ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

রামুতে ২ কোটি ৯০ লাখ টাকার মাদক উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি
মে ২৮, ২০২৪ ১২:০৭ পূর্বাহ্ণ
Link Copied!

কক্সবাজারের রামু মরিচ্যা চেকপোস্টের ৩ রাস্তার মোড় এলাকা থেকে ৫৮০ গ্রাম ক্রিস্টাল মেথ আইসসহ ১ জনকে আটক করেছে বিজিবি। উদ্ধার করা এসব মাদকের মূল্য আনুমানিক ২ কোটি ৯০ লাখ টাকা।
সোমবার (২৭ মে) দুপুর সাড়ে ১২টার দিকে তিন রাস্তার মোড় এলাকায় তল্লাশি চালিয়ে তাকে আটক করা হয়।
গ্রফতারকৃত ব্যক্তির নাম সুমন তালুকদার (২৬)। তিনি বাগেরহাট জেলার মোংলা উপজেলার হলদিবুনিয়া ইউপির দক্ষিণ মালগাজী পাড়ার জামাল তালুকদারের ছেলে।
রামু ব্যাটালিয়নের (৩০ বিজিবি) অধিনায়ক কর্নেল সৈয়দ ওয়াহিদুজ্জামান তানজিদ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, মরিচ্যা চেকপোস্টে সন্দেহ হওয়ায় তল্লাশি করে তার হাতে থাকা ব্যাগের মধ্যে থেকে ৫৮০ গ্রাম ক্রিস্টাল মেথ আইস উদ্ধার করা হয়। উদ্ধার করা এসব মাদকের আনুমানিক বাজার মূল্য প্রায় ২ কোটি ৯০ লাখ টাকা। আটককৃত আসামীকে ক্রিস্টাল মেথ আইসসহ নিয়মিত মামলার মাধ্যমে রামু থানায় হস্তান্তর করা হবে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।