চট্টগ্রামের সীতাকুণ্ডে ডাকাতি ও হত্যাসহ ১৪ মামলার আসামি জয়নাল আবেদীন ওরফে মিনুকে (৩৭) ইয়াবাসহ গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (২৭ মে) দুপুরে মিনুকে মাদক মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
এর আগে রোববার ভোররাতে উপজেলার ভাটিয়ারি ইউনিয়নের ইমামনগর এলাকার নিজ বসতবাড়ী থেকে মিনুকে গ্রেফতার করা হয়।
জয়নাল আবেদীন ইমামনগর এলাকার মৃত সৈয়দুর রহমান ওরফে বাবলু ফকিরের ছেলে।
সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল উদ্দিন বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে মাদক ব্যবসায়ী মিনু মাদকসহ নিজ বসতবাড়ীতে অবস্থান করছেন বলে জানতে পারি। বিষয়টির সত্যতা যাচাইয়ে উপপরিদর্শক আমিনুলের নেতৃত্বে ভোররাতে আসামীর বাড়িতে অভিযান চালায় পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে পিছু ধাওয়া করে তাকে আটক করা হয়। পরে স্বীকারোক্তি অনুযায়ী তার দেখানো স্থানে তল্লাশি চালিয়ে ৫০৪টি ইয়াবা উদ্ধার করা হয়।’
তিনি বলেন, মিনু মাদক ব্যবসা, চুরি, ডাকাতি, ছিনতাইসহ নানা ধরনের অপকর্মের সঙ্গে জড়িত। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মিনু দীর্ঘদিন ধরে মাদকের ব্যবসা চালিয়ে আসছেন বলে স্বীকার করেছেন।’
তিনি আরও বলেন, ‘মিনুর বিরুদ্ধে সীতাকুণ্ড থানায় ডাকাতি, হত্যা, চাঁদাবাজি, চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধের ঘটনায় ১৪টি মামলা রয়েছে। মাদক মামলা দায়েরের পর সোমবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।’