ঢাকা বিকাল ৩:১৫ রবিবার, ১২ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

চট্টগ্রামের বিতর্কিত ২ ওসিকে প্রত্যাহার

পাঞ্জেরী ডেস্ক
মে ২৭, ২০২৪ ৯:৪৭ অপরাহ্ণ
Link Copied!

উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে আলোচনা-সমালোচনার মধ্যে চট্টগ্রামের দুই ওসিকে প্রত্যাহার করা হয়েছে।
সোমবার (২৭ মে) নির্বাচনের কমিশনের উপসচিব মো. মিজানুর রহমান স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানা গেছে।
যাদের প্রত্যাহার করা হয়েছে তারা হলেন আনোয়ারা থানার ওসি সোহেল আহমেদ ও চন্দনাইশ থানার ওসি ওবায়দুল ইসলাম।
জানা গেছে, দুই ওসিকে কেন্দ্র করে নানান পক্ষপাতের বিষয়ে আলোচনা-সমালোচনা হয়ে আসছিল। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে এ আদেশ দেওয়া হয়েছে বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।