ঢাকা দুপুর ১২:৫০ রবিবার, ১২ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ভারতে বিনোদন পার্কে আগুন, নিহত ২৭ জন

আন্তর্জাতিক ডেস্ক
মে ২৬, ২০২৪ ৬:২০ অপরাহ্ণ
Link Copied!

ভারতের একটি বিনোদন পার্কে অগ্নিকাণ্ডে শিশুসহ অন্তত ২৭ জন নিহত হয়েছে। দেশটির পশ্চিমের রাজ্য গুজরাটের রাজকোট শহরে শনিবার এ ঘটনা ঘটে।
আগুন পুরোপুরি নিভিয়ে ফেলা হয়েছে জানিয়ে রাজকোট পুলিশ জানিয়েছে, লাগার কারণ অনুসন্ধানে তদন্তে নেমেছে পুলিশ। পার্কটির মালিক যুবরাজ সিং সোলাঙ্কি ও ম্যানেজারকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
অগ্নিকাণ্ডে নিহতদের শরীর এমনভাবে পুড়ে গেছে যে তাদের পরিচয় শনাক্ত করা যাচ্ছে না বলে জানিয়েছেন বিনায়ক প্যাটেল নামের এক পুলিশ কর্মকর্তা।
বিনায়ক প্যাটেলের বরাত দিয়ে বার্তা সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া জানায়, অগ্নিকাণ্ডের পর ২৭ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে ১২ বছরের কম বয়সী ৪টি শিশুও রয়েছে।
সপ্তাহজুড়ে গরমের ছুটি থাকায় পার্কটি কানায় কানায় পূর্ণ ছিল। পরিবার নিয়ে আনন্দময় মূহূর্ত কাটাচ্ছিল সবাই। এরইমধ্যে অগ্নিকাণ্ড ঘটে।
অগ্নিকাণ্ডের একটি ভিডিও ফুটেজে দেখা গেছে, ফায়ার সার্ভিসের কর্মীরা পুড়ে ধসে যাওয়া টিনের ছাদের কাঠামোর চারপাশ থেকে ধ্বংসাবশেষ সরাচ্ছে।
গেমিংয়ের জন্য পার্কের ওই অংশটি বানানো হয়েছিল বলে জানা গেছে।
এদিকে দায়িত্বে অবহেলার অভিযোগে পার্কটির মালিকের বিরুদ্ধে মামলা হবে বলে জানিয়েছেন রাজকোট পুলিশ কমিশনার রাজু ভার্গব।
পুলিশ কমিশনার বলেন, ‘দায়িত্বে অবহেলা ও নিহত হওয়ার ঘটনায় মামলা হবে। উদ্ধার অভিযান শেষ হলে আরও তদন্ত করা হবে।’
ঘটনার পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিজের এক্স হ্যান্ডেলে নিহতদের পবিরারের প্রতি সমবেদনা প্রকাশ করেন। তিনি লেখেন, ‘রাজকোটে অগ্নিকাণ্ডের ঘটনায় আমি অত্যন্ত দুঃখিত। যারা তাদের প্রিয়জনকে হারিয়েছেনে তাদের প্রতি সমবেদনা জানাচ্ছি। আহতদের জন্য আমি প্রার্থনা করব।’
ভারতে অগ্নিকাণ্ডের ঘটনা নতুন নয়। দেশটির বেশিরভাগ নির্মাণকারী প্রতিষ্ঠান ও বাসিন্দা ভবন নির্মাণ আইন মানে না।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।