ঢাকা সকাল ১০:৩৫ রবিবার, ১২ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ঠাকুরগাঁওয়ে মলম পার্টির ৩ জন গ্রেফতার

ঠাকুরগাঁও প্রতিনিধি
মে ২৬, ২০২৪ ৫:২৭ অপরাহ্ণ
Link Copied!

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে আন্তঃজেলা মলম পার্টির সদস্য সন্দেহে ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে চেতনা নাশক ওষুধ এবং মলমের কোটা উদ্ধার করা হয়েছে বলে দাবি পুলিশের।
গত শনিবার (২৫ মে) রাত ৮টায় উপজেলার বড়পলাশবাড়ী ইউনিয়নের মোড়লহাট বাজারের একটি হোটেল থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতা হলেন পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার দক্ষিণ বলরামপুর গ্রামের জামিরুল ইসলাম (৩৮), একই গ্রামের আব্দুর রাজ্জাক এবং ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার সনগাঁও গ্রামের ফারুক হোসেন।
বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ কবির জানান, বিশেষ অভিযান চালিয়ে মোড়ল হাট বাজারের আবু সায়েদের হোটেল থেকে তাদের গ্রেপ্তার করা হয়। দীর্ঘদিন ধরে এই চক্র এলাকার যাত্রী ও সাধারণ মানুষকে অজ্ঞান করে তাদের কাছে থাকা অর্থ ও মূল্যবান জিনিস লুট করে আসছিল।
এ ঘটনায় ৩ জনের বিরুদ্ধে মামলার পর ঠাকুরগাঁও আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে বলে জানান ওসি।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।