ঢাকা সকাল ১০:৫১ রবিবার, ১২ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

জয়পুরহাটে কৃষক দলের মতবিনিময় সভা

জয়পুরহাট প্রতিনিধি
মে ২৬, ২০২৪ ৪:৫৩ অপরাহ্ণ
Link Copied!

বেগম খালেদা জিয়ার মুক্তি, দেশনায়ক তারেক রহমানের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার, গণতন্ত্র ও ভোটাধিকার আদায়ের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
শনিবার (২৫ মে) দুপুরে জাতীয়তাবাদী কৃষক দল জয়পুরহাট জেলা শাখার উদ্যোগে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় জেলা কৃষক দলের আহবায়ক সেলিম রেজা ডিউক এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় কমিটির সভাপতি  কৃষিবিদ হাসান জাফির তুহিন, বিএনপি রাজশাহী বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক এ এইচ এম ওবায়দুর রহমান চন্দন।
জেলা কৃষক দলের সদস্য সচিব কাজী মনজুরে মওলা পলাশের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন জয়পুরহাট জেলা বিএনপির আহবায়ক গোলজার হোসেন, সিনিয়র যুগ্ম আহবায়ক মাসুদ রানা প্রধান, কৃষক দল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ফজলে হুদা বাবুল, সহ সাধারন সম্পাদক রফিকুল ইসলাম ডন, রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শফিকুল আলম শফি, সহ প্রকাশনা সম্পাদক কেআই এফ সবুরসহ কৃষক দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ।
কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি কৃষিবিদ  হাসান জাফির তুহিন বলেন, এ সরকার ক্ষমতায় আসার পর থেকে কোন শ্রেণির মানুষ ভালো নেই। কৃষকরা খুব একটা ভালো নেই। তারা খুব কষ্টে আছে।সরকার কৃষকদের সাথে প্রতারণা করেছে। সার, বীজের দাম  কমানোর কথা বলে দাম বৃদ্ধি করেছে। তাদের ন্যায্য মূল্য থেকে বঞ্চিত করেছে। ডামি নির্বাচনের মাধ্যমে যে সরকার গঠন করেছে এই সরকার আগামী ছয় মাসের বেশি টিকতে পারবে না।
তিনি আরো বলেন, সরকার সাধারণ মানুষকে জিম্মি করে ডামি নির্বাচন করে ক্ষমতায় এসেছে । বিরোধী দলের নেতাকর্মীদের হত্যা, গুম, গ্রেফতার চালিয়ে নির্যাতন করছে। গণতন্ত্রপূর্ণ প্রতিষ্ঠার জন্য সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান তিনি।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।