ঢাকা রাত ১২:৫৪ বুধবার, ১৫ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডে মাল্টিপারপাস শেড ‘হল ৪৬’ উদ্বোধন করেছেন সেনাপ্রধান

নিজস্ব প্রতিবেদক
জুন ১৩, ২০২৪ ৪:৫৩ অপরাহ্ণ
Link Copied!

সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ ঢাকা সেনানিবাসস্থ ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের নতুন মাল্টিপারপাস শেড ‘হল ৪৬’ এর উদ্বোধন করেন।
বৃহস্পতিবার (১৩ জুন) উদ্বোধন হওয়া মাল্টিপারপাস শেডটি জাতীয় ও সেনাবাহিনী পর্যায়ের বিভিন্ন অনুষ্ঠানসহ যেকোনো দুর্যোগপূর্ণ আবহাওয়ায় প্রশিক্ষণ ও অন্যান্য প্রশাসনিক কার্যক্রম পরিচালনার জন্য ব্যবহৃত হবে।
হলটির সঠিক ব্যবহার নিশ্চিতে সংশ্লিষ্ট সবাইকে নির্দেশনা দিয়েছেন জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।
উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ সেনাবাহিনীর চীফ অব জেনারেল স্টাফ, সেনা সদরের ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা, ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের কর্মকর্তা, জেসিও ও অন্যান্য পদবির সেনাসদস্যরা উপস্থিত ছিলেন।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।