ঢাকা দুপুর ১:৪০ সোমবার, ১৩ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

২ টেস্ট খেলতে বাংলাদেশের পাকিস্তান সফর চূড়ান্ত

স্পোর্টস ডেস্ক
জুলাই ৬, ২০২৪ ৮:৪৪ অপরাহ্ণ
Link Copied!

টি-টোয়েন্টি বিশ্বকাপে হতাশাজনক অভিযানের পর আগস্টের তৃতীয় সপ্তাহে পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ দিয়ে নতুন মৌসুম শুরু করতে যাচ্ছে বাংলাদেশ দল। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ সিরিজের প্রথম টেস্ট ২১ আগস্ট থেকে রাওয়ালপিন্ডিতে ও ৩০ আগস্ট থেকে করাচিতে দ্বিতীয় টেস্ট অনুষ্ঠিত হবে। এই সিরিজ খেলতে বাংলাদেশ দল কবে পাকিস্তান যাবে তা এখনও নিশ্চিত নয়। বাংলাদেশ সর্বশেষ ২০২৩ সালে এশিয়া কাপে অংশ নিতে পাকিস্তান সফর করেছিল, যা পাকিস্তান ও শ্রীলঙ্কার উভয় ভেন্যুতে অনুষ্ঠিত হয়েছিল। এশিয়া কাপের আগে বাংলাদেশের সর্বশেষ দ্বিপক্ষীয় সিরিজ খেলেছিল ২০২০ সালে, তখন বাংলাদেশ টেস্ট ও টি-টোয়েন্টি ম্যাচ উভয়ই খেলেছিল।
শুধু বাংলাদেশ নয়, চলতি বছরের শেষ দিকে ইংল্যান্ডের বিপক্ষে ৩ ম্যাচের টেস্ট সিরিজও খেলবে পাকিস্তান। ইংল্যান্ডের পর আগামী বছরের শুরুতে ওয়েস্ট ইন্ডিজ ও নিউ জিল্যান্ডও পাকিস্তান সফরে যাবে।
এই দ্বিপক্ষীয় সিরিজের পরে পাকিস্তান ২০২৫ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন করবে, যেখানে ভারতসহ মোট ৮টি দল অংশ নেবে। তবে তাদের অংশগ্রহণ নিশ্চিত করা হয়নি।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।