ঢাকা দুপুর ১:০৩ সোমবার, ১৩ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

১০ আর ই ব্যাটালিয়ন কর্তৃক শিক্ষার্থীদের মাঝে খেলাধুলা সামগ্রী বিতরণ

কাপ্তাই(রাঙ্গামাটি) প্রতিনিধি
জুলাই ৭, ২০২৪ ৪:৩৯ অপরাহ্ণ
Link Copied!

রাঙ্গামাটি সেনা রিজিয়নের ১০ আর ই ব্যাটালিয়ন কর্তৃক হাজার মানিক শিক্ষার্থীদের খেলাধুলা সামগ্রী বিতরণ করা হয়েছে। রবিবার( ৭ জুলাই ) বেলা ১ টায় সেনাপ্রধানের দিকনির্দেশনায় ১০ আর ই ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মুহাম্মদ সোহেল পিএসসির সার্বাধিক সহযোগিতায় হাজার মানিক উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী প্রদান করা হয়। খেলাধুলা সামগ্রী বিতরণ করে ১০ আর ই ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত উপ-অধিনায়ক মেজর মুনতাসীম -এ-সোবহানি শিকদার। উপ- অধিনায়ক বলেন, ব্যাটালিয়নের পক্ষ হতে ভবিষ্যতে সহায়তা অব্যাহত থাকবে বলে জানান।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।