ঢাকা রাত ৩:০৪ সোমবার, ১৩ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

স্বামীর ছুরিকাঘাতে ঈশ্বরদীতে নারী গার্মেন্টকর্মী খুন

পাবনা প্রতিনিধি
জুন ২, ২০২৪ ৬:১২ অপরাহ্ণ
Link Copied!

ঈশ্বরদীতে স্বামীর ছুরিকাঘাতে নারী গার্মেন্টকর্মী খুন হয়েছেন। সকালে অফিসে যাওয়ার সময় তার স্বামী তাকে ছুরিকাঘাত করলে সে মারা যায়।
রোববার (২ জুন) সকাল সাড়ে ৭টায় ঈশ্বরদী ইপিজেড গেট এলাকা সড়কে এ ঘটনা ঘটে।
নিহত গার্মেন্ট কর্মীর নাম রিনা খাতুনের (২৮) বাড়ি রাজশাহীর আড়ানীতে। ঈশ্বরদী ইপিজেডের রেনেসাঁ বারিন্দ লিমিটেড নামক কোম্পানিতে চাকরিরত ছিলেন তিনি। রিনা খাতুনের স্বামী মিলন হোসেনের (৩৮) বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলা। ঘটনার সময় মিলন হোসেন দৌড়ে পালাতে গেলে স্থানীয়দের হাতে আটক হয়েছেন।
ঈশ্বরদী থানার তদন্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, লাশটি থানায় নিয়ে এসেছি। কিছুক্ষণের মধ্যে ময়নাতদন্তের জন্য পাবনা মর্গে পাঠানো হবে। আটক মিলনকে থানায় পুলিশ হেফাজতে আনা হয়েছে। এ ব্যাপারে একটি হত্যা মামলা দায়ের করা হবে।
ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী ঘটনাটি নিশ্চিত করেছেন।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।